ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

থানচিতে সন্ত্রাসীর সাথে আইন শৃঙ্খলা বাহিনীর গোলাগুলি
প্রকাশ: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ১২:১৪ এএম আপডেট: ০৫.০৪.২০২৪ ৮:৩৬ এএম  (ভিজিট : ৩৭২)
বান্দরবানে থানচি উপজেলার বাজারে প্রচণ্ড গোলাগুলির খবর পাওয়া গেছে। বর্তমানে বাজারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। থানচি থানার দিকে গুলি করে করে সশস্ত্র সন্ত্রাসীরা অগ্রসর হচ্ছে বলে স্থানের সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে থানচি বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মামুন। 

তিনি জানান, থানচি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও থানচি বাজারে প্রচন্ড গোলাগুলি হচ্ছে।  সশস্ত্র সংগঠনের সাথে পুলিশ ও বিজিবর প্রচণ্ড গোলাগুলি চলছে। পরে বিস্তারিত জানা যাবে।

থানচি বাজারের ব্যবসায়ী রতন জানান, রাত সাড়ে ৮টা থেকে গোলাগুলি হচ্ছে। বাজার এলাকার লোকজন চরম নিরাপত্তাহীনতায় আছে। কি হবে আর কি হতেই চলতে বলার ভয়াবহ।

থানচি বাজার কমিটির সভাপতি ও থানচি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো জানান, থানচি এলাকায় এখন বিদ্যুৎ নেই। ঘোর অন্ধকারের মধ্যে বাজার এলাকায় প্রচণ্ড গোলাগুলি হচ্ছে। সন্ত্রাসীরা গুলি করতে করতে থানচি থানার দিকে অগ্রসর হচ্ছে বলে জানান তিনি।

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close