ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নকল ভাউচারে অগ্রণী ব্যাংক থেকে ২ লক্ষ টাকা হাতিয়ে নেয় চক্রটি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৮:৫২ পিএম আপডেট: ০৪.০৪.২০২৪ ৮:৫৪ পিএম  (ভিজিট : ৭৬৫)
কুষ্টিয়া ভেড়ামারায় অগ্রণী ব্যাংকের গোলাপনগর শাখা থেকে অভিনব কায়দায় প্রায় ২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন- মো. মামুন শেখ, কেরামত খান ও মো. সাইমন। তাদের তিনজনের বাড়িই মাদারীপুরে। 

ব্যাংক সূত্রে জানা  যায়, ঈদে ভিড়ের সুযোগ নিয়ে প্রতারকরা দুটো নকল ভাউচারের মাধ্যমে মোট ১ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিয়ে যায়। 

গোলাপনগর অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপক ইদ্রিস আলী বলেন, ফরেন রেমিট্যান্সের টাকা দুটো ভুয়া ভাউচারের মাধ্যমে কবির ও মনির স্বাক্ষর জালিয়াতিকেও উঠিয়ে নিয়ে যায়। তারা যথাক্রমে ১ লাখ ৫ হাজার এবং ৯৪ হাজার ৫০০ টাকা ব্যাংক থেকে উত্তোলন করে। আরও একটি ভাউচার সাবমিট করার সময় আমাদের লোকজন বুঝতে পেরে স্থানীয়দের সহায়তায় তাদের ধরি। ইতোমধ্যে দু’জন টাকা নিয়ে পালিয়ে যায় এবং বাকি তিনজনকে আমরা আটক করতে পেরেছি।  

ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আমাদের পরিদর্শক টিম পাঠিয়েছি এবং অভিযুক্তদের থানা হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  অগ্রনী ব্যাংক টাকা গায়েব   প্রতারক আটক   ভেড়ামারা   কুষ্টিয়া  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close