ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

প্রথম নারী ইউএনও পেলো মোংলা
প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ১০:৫৬ পিএম  (ভিজিট : ৮৪২)
বাগেরহাটের মোংলা উপজেলায় প্রথমবারের মতো নারী নির্বাহী অফিসার হিসেবে (ইউএনও) যোগদান করেছেন নিশাত তামান্না। তিনি নারায়ণ চন্দ্র পালে স্থলাভিষিক্ত হয়েছেন। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে মোংলা উপজেলার নির্বাহী অফিসারের দায়িত্ব বুঝে নেন তিনি। এর আগে তিনি বরিশাল বিভাগের সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

নিশাত তামান্না ৩৫ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার। তিনি পিরোজপুর থেকে ২০০৯ সালে এইচএসসি পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক পাশ করেন। পরে তিনি বরগুনা জেলার বেতাগী, তালতলী ও সদরের সহকারী কমিশনার (ভূমি) কর্মজীবন শুরু করেন।

এদিন মোংলা উপজেলার ইউএনও হিসেবে দায়িত্বভার গ্রহণের সময় বিদায়ী ইউএনও নারায়ণ চন্দ্র পাল নিশাত তামান্নাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত তামান্না বলেন, ‘মোংলা উপজেলায় প্রথম নারী ইউএনও হিসেবে যোগদান করতে পেরে আমি খুবই আনন্দিত। আমাদের সমাজে নারীরা পিছিয়ে নেই। সবার সহযোগিতা নিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে চাই। 

উল্লেখ্য, একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের সমন্বয়ে মোংলা উপজেলাটি গঠিত।

সময়ের আলো/আরআই




আরও সংবাদ   বিষয়:  নারী ইউএনও   মোংলা উপজেলা  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close