ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ঈদ যত ঘনিয়ে আসছে মার্কেটে বাড়ছে ক্রেতা সমাগম
প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ৭:৩৭ পিএম  (ভিজিট : ৪১০)
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদুল ফিতর। আর এই ঈদকে ঘিরে বাহারি ডিজাইনের পোশাকে সাজানো হয়েছে চাঁপাইনবাবগঞ্জের বিপণি বিতানগুলোতে। ক্রেতা সমাগম ক্রমেই বাড়ছে বিপণি-বিতান গুলোতে।

বিক্রেতারা বলছেন একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। অন্যদিকে ডলার সংকট। যার কারণে বেচাবিক্রিতে কিছুটা হলেও কমতি রয়েছে। ক্রেতারা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবছর পোশাকের দাম অনেকটাই বেশি। তারপরও পরিবারের ঈদ আনন্দের কথা ভেবে কিনতেই হচ্ছে। অন্যদিকে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি মাঠে কাজ করছে মার্কেটের নিজস্ব লোকবল।

পবিত্র ঈদকে সামনে রেখে পাঞ্জাবি, শার্ট-প্যান্ট, থ্রি পিস, শাড়িসহ বাচ্চাদের নতুন সব জামা কাপড় দিয়ে দোকান সাজিয়েছেন ব্যবসায়ীরা। যদিও গত বছরের তুলনায় এ বছর দাম বৃদ্ধি থাকলেও বেচা বিক্রি ভালো হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।

চাঁপাইনবাবগঞ্জ শহরের ফুটপাতের দোকানগুলোতেও লক্ষ করা গেছে উপচে পড়া ভিড়। ফুটপাতের দোকান ব্যবসায়ী আব্দুল্লাহ গাফফার বলেন, আমাদের এখানে পোশাকের দাম কম হওয়ায় নিম্ন ও মধ্যবিত্তরা বেশি আসছে। কোনো কোনো ক্রেতা আসছেন পছন্দ করছেন, কিনে নিচ্ছেন পছন্দমত পোশাক। যদিও এবার গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি। ক্রেতারা পোশাকের দাম শুনে বিরক্ত হয়ে চলে যাচ্ছেন। 

জেলা শহরের ক্লাব সুপার মার্কেটে আসা ক্রেতা ফারজানা খাতুন বলেন, ঈদের ২-৩ দিন আগে মার্কেটে প্রচুর ভিড় হয়। তাই আগেভাগে চলে এসেছি। পছন্দের পোশাক কিনেছি, আরও কিনব। তবে দাম খুব বেশি মনে হচ্ছে। দামের কারণে মার্কেটে বেশি সময় দিতে হচ্ছে।

পরিবার নিয়ে বাজার করতে নিউ মার্কেটে আসা কামাল উদ্দিন বলেন, আমরা বাজারে এসে নতুন-পুরাতন কালেকশন দেখছি। গত বছরের তুলনায় এবছর জিনিসপত্রের দাম বেশি। ক্রেতার সংখ্যা বেশি। তার মধ্যে জিনিসপত্র কিনছি। পরিবারের জন্য কেনাকাটা করেছি। এর আগে একদিন বাজার করেছি। আজকে আবার করলাম। আরেকদিন বাজার করবো।

তিনি আরও বলেন, আমাদের এ জেলাতে চুরি-ছিনতাইয়ের ঘটনা তেমন ঘটে না। পুলিশের কঠোর নজরদারির কারণে মার্কেটের পরিবেশ ভালো রয়েছে।

শহীদ সাটু হল মার্কেটের সভাপতি আজিজুর রহমান জানান, সদর মডেল থানার ওসি আমাদের মার্কেট কর্তৃপক্ষের সাথে বসেছিলো। পুলিশ ও মার্কেট কর্তৃপক্ষের লোকবল দিয়ে মার্কেটে ক্রেতারা যাতে নির্বিঘ্নে বাজার করতে পারেন। সেই ব্যবস্থা করা হয়েছে। মার্কেটে ক্রেতাদের উপস্থিতি আছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী আমাদের ব্যবসায়ীরা পণ্য কালেকশন করেছে। আবহাওয়া ভালো থাকলে আগামীতে ক্রেতা সমাগম বাড়বে বলে আশা করছি।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ জানান, ঈদ এলেই বেড়ে যায় চুরি ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে পোশাক ও সাদা পোশাকে কাজ করছে পুলিশ। প্রত্যেক মার্কেটে এরই মধ্যে পুলিশ সদস্য নিয়োজিত করা হয়েছে। কেউ কোনো অভিযোগ দিলেই দ্রুতই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ঈদ কেনাকাটা   মার্কেটে বাড়ছে ক্রেতা   চাঁপাইনবাবগঞ্জ   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close