ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

দৌলতদিয়া ঘাটে বাড়ছে ঘরমুখী মানুষের ভিড়
প্রকাশ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪, ৮:৪২ পিএম  (ভিজিট : ৫৭০)
কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ফিতর। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তের ফেরিতে বেড়েছে ঢাকা ফেরত যাত্রীদের ভিড়।

সোমবার (১ এপ্রিল) সরেজমিন দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ফেরিতে ঢাকা ফেরত যাত্রীরা তাদের পরিবার-পরিজন নিয়ে ফিরছেন। 

ঢাকা ফেরত যাত্রী সালমান বলেন, ভিড়ের আগেই পরিবারের সঙ্গে ঈদ করতে রওনা হয়েছি। এবার ঘাটে এসে দেখলাম দৌলতদিয়ায় কোনো ভোগান্তি নেই। শান্তিতে ফিরতে পারছি।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়াঘাট কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বর্তমানে ঈদ উপলক্ষ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলে মোট ১০টি ফেরি চলাচল করছে। বাকী আরও ৫টি ফেরি বহরে রাখা আছে, যাত্রীর চাপ বাড়লে এগুলো দিয়ে যাত্রী পারাপার করা হবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট   ঈদযাত্রা  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close