ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
অনুমোদনহীন সরিষার তেল বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা
প্রকাশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ৫:৫১ পিএম  (ভিজিট : ৬০৬)
চট্টগ্রামের মিরসরাইয়ে অনুমোদনহীনভাবে সরিষার তেল বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৩১ মার্চ) দুপুরে মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। 

এছাড়া মিরসরাই পৌর বাজারে আঙুরের দাম বেশি রাখা ও অনুমোদনহীন নুডুলস বিক্রয়ের অপরাধে দুটি পৃথক মামলায় ১৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এসময় বিএসটিআই চট্টগ্রামের অফিসার (সিএম) মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী জানান, উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পদুয়া এলাকায় ন্যাচারাল অয়েল এন্ড ক্রাশিং মিলে অনুমোদনহীনভাবে সরিষার তেল বিক্রির দায়ে ২৫ হাজার টাকা ও মিরসরাই পৌর বাজারে আঙুরের বেশি দাম রাখা, অনুমোদনহীন নুডুলস বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকলে বলে জানান তিনি। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  অনুমোদনহীন সরিষার তেল   জরিমানা   ভ্রাম্যমাণ আদালত   অভিযান  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close