ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মেলেনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীর
প্রকাশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ১০:০৬ পিএম  (ভিজিট : ৪২২)
রাজশাহী‌তে নিখোঁজের ১৮ দিনেও সন্ধান মেলেনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীর। নগরীর শাহমুখদুম থানার পবা নতুন পাড়ায় এলাকা থেকে সাগরী নামে নিখোঁজ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওই নারীর সন্ধানসহ নানা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শনিবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ মহানগরীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেয় রাজশাহী মহিলা পরিষদের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের সাগরী নিখোঁজের ১৮দিন পেরিয়ে গেলেও পুলিশ তার সন্ধান দিতে পারেনি। এমনকি পুলিশ মামলাও নিচ্ছে না। আমরা পরিষ্কার ভাষায় জানাতে চাই, সাগরীর সন্ধান যদি আপনারা দিতে না পারেন তাহলে কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে আমরা আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হবো।

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি রাজ কুমার সাহা বলেন, আমরা মনে করি মেয়েটা যদি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর না হয়ে অন্য কোনও সম্প্রদায়ের হতো তাহলে অতিদ্রুত উদ্ধার কাজ সম্পন্ন হতো। আমরা চাই না শান্তির নগরী রাজশাহীকে অশান্ত করতে। আমাদের দাবি সাগরীকে অতিদ্রুত খুঁজে বের করে এ ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে বক্তব‌্য রা‌খেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক উজ্জল কুমার ঘোষ, মহিলা পরিষদ রাজশাহী শাখার সভাপতি কল্পনা রায়সহ প্রমুখ।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী নিখোঁজ   মানববন্ধন   রাজশাহী  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close