ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা, ইউপি চেয়ারম্যান গ্রেফতার
প্রকাশ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৫:৫৩ পিএম  (ভিজিট : ৩৯৮)
ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক ওই ইউনিয়নের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে (৪৫) কারাগারে পাঠিয়েছে। 

শনিবার (৩০ মার্চ) বিকেলে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক এএইচএম ইমরানুর রহমান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরআগে শুক্রবার (২৯ মার্চ) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলামের নেতৃত্ব পুলিশের একটি দল উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। একইদিন পুলিশ ঝালকাঠির বিসিক এলাকা থেকে একই মামলার আসামি ইউপি সদস্য রফিকুল ইসলাম হাওলাদারকে গ্রেফতার করে। 

মামলা সূত্রে জানা যায়, গত ৭ জানুয়ারি নির্বাচনের বিজয় মিছিল শেষে রাতে বাড়ি ফেরার পথে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিয়াউল হাসান ফুয়াদ কাজীকে বাড়ির সামনে চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বড় ভাই ফয়সাল হোসেন কাজী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় ইতিমধ্যে জেসমিন কাজীসহ ছয়জনকে গ্রেফতার করেছে। 

মামলার বাদী ফয়সাল হোসেন কাজী বলেন, আমার ছোটভাইকে হত্যার পরিকল্পনাকারী ইউপি চেয়ারম্যান কাজী জেসমিন আক্তার। তার পরিকল্পনায় গ্রেফতারকৃত আসামিরা আমার ভাইকে হত্যা করে। আমি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্ত্রি দাবি করছি। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম জানান, জিয়াউল আহসান ফুয়াদ কাজী হত্যার ঘটনায় ইতিপূর্বে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে কাজী জেসমিন আক্তারের নাম উঠে এসেছে। এ হত্যাকাণ্ডের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  নির্বাচনী সহিংসতা   স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা   আসামি গ্রেফতার   ঝালকাঠি   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close