ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সম্পত্তির ভাগ না পেয়ে বাবার জন্য খোঁড়া কবরে শুয়ে পড়লেন ছেলে
প্রকাশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৮:৪৩ পিএম আপডেট: ২৯.০৩.২০২৪ ৮:৫৭ পিএম  (ভিজিট : ৪৫৭)
নীলফামারীর সদরে চওড়া সরঞ্জাজানি ইউনিয়নের মজিবর রহমান (৬৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার তৃতীয় ছেলে সম্পত্তির ভাগ না পাওয়ায় বাবার লাশ দাফনে বাধা দেয়। এ সময় দুই ঘণ্টা মরদেহ বাড়ির উঠানে পড়ে থাকে।

মৃত মজিবর রহমান ঐ এলাকার বাসিন্দা ও চার সন্তানের জনক।

জানা যায়, মৃত মজিবর রহমান তার তিন ছেলেকে নিজের সম্পত্তির জমি লিখে দেয়। তার তৃতীয় ছেলে নওশাদ আলী ঢাকায় চাকরি করতেন। তার সঙ্গে বাবার বনিবনা কম থাকায় তাকে কোনো জমি লিখে দেয়নি। হঠাৎ মধ্যরাতে মুজিবর রহমান মারা গেলে আজ (শুক্রবার) দুপুরে তাকে দাফন করার প্রস্তুতি নেন স্বজনরা। এ সময় নওশাদ তার বাবার কবরে শুয়ে থেকে লাশ দাফন করতে বাধা দেন। পরে স্থানীয়রা পুলিশের সহায়তায় অন্য জায়গায় কবর খুঁড়ে তার বাবার লাশ দাফন করেন।

চওড়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কবির বলেন, মৃত মজিবর তার তৃতীয় ছেলেকে জমি লিখে না দেওয়ার কারণে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা সবাই মিলে পুলিশের সহায়তায় অন্য জায়গায় কবর খুঁড়ে লাশ দাফন করা হয়।

সদর থানার ওসি তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অন্য জায়গায় কবর খুঁড়ে লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সম্পত্তি ভাগ   পারিবারিক বিরোধ   নীলফামারী   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close