ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

আশুগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হত্যা মামলায় গ্রেফতার ৪
প্রকাশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪, ৮:৩০ এএম  (ভিজিট : ৪০৪)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে সোহেল রানা (৩৫) নামে এক যুবককে হত্যা মামলার আসামিদের গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রবিবার (২৪ মার্চ) র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

শনিবার (২৩ মার্চ) বিকেলে সিলেট জেলার জৈন্তাপুর এলাকায় অভিযান চালিয়ে খলিল মিয়া (৩৬) ও তার স্ত্রী আকলিমা বেগম (২৮) ও রবিবার (২৪ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলার সদর এলাকায় অভিযান চালিয়ে এ মামলার অপর ২ জন আসামী মাঈন উদ্দিন (৩২) ও কাশেম মিয়াকে (৭৫) গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ ফেব্রুয়ারি বিকেলে সোহেল রানার বাবার সাথে খলিল মিয়া ও তার পক্ষের লোকজনদের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক মুহূর্তে সোহেল রানার বাবাকে এলোপাতাড়ি মারধর শুরু করে তারা। চিৎকার শুনে ছেলে সোহেল রানা এগিয়ে আসলে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের লোকজন সোহেলকে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহেল।

এ ঘটনায় নিহত সোহেল রানার বাবা বাদী হয়ে সোহেলের বাবা আশুগঞ্জ থানায় বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২/৩ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। শনিবার (২৩ মার্চ) বিকেলে সিলেটের জৈন্তাপুর এলাকা হতে প্রধান আসামি খলিল মিয়া ও তার স্ত্রী আকলিমাকে ও রবিবার মামলার অপর ২ জন আসামি মাঈন উদ্দিন ও কাশেম মিয়াকে গ্রেফতার করা হয়। আসামিদের আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আরএস/







https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close