ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নওগাঁয় গৃহবধূকে হত্যা, পলাতক আসামি গ্রেফতার
প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ১০:২৪ পিএম  (ভিজিট : ৪৭৮)
নওগাঁর ধামইরহাটে গৃহবধূ হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি বিদ্যুৎ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) দুপুরে এ তথ্য জানায় র‌্যাব-৫। এর আগে সকাল ৬টার দিকে উপজেলার গোপীরামপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার বিদ্যুৎ ধামুইরহাট উপজেলার গাংরা গ্রামের নজরুল ইসলামের ছেলে। নিহত মহসিনা খাতুন আয়না একই উপজেলার বিহারীনগর গ্রামের নরুল আমিন ওরফে এরশাদের স্ত্রী এবং একই জেলার পার্শ্ববর্তী দিবর খান্দই গ্রামের সলিম উদ্দিনের মেয়ে।

মামলা সূত্রে জানা যায়, গত ১২ মার্চ সকালে স্বামীর বাড়ির পার্শ্বের একটি আমগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত আয়নার চাচা আব্দুল হামিদ বাদী হয়ে ধামইরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন স্বামী নরুল আমিন, শ্বশুর, শাশুড়িসহ চারজনের বিরুদ্ধে।

এ ঘটনায় জয়পুরহাট র‌্যাব ক্যাম্প একটি অভিযোগে পেলে গোপন সংবাদের ভিত্তিতে গোপীরামপুর এলাকা থেকে হত্যা মামলার পলাতক আসামি বিদ্যুৎ হোসেনকে গ্রেফতার করা হয়। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় র‌্যাব।

ধামইরহাট থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, ঘটনার পর থেকে আয়নার তার স্বামী, শ্বশুর, শাশুড়িসহ ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনেরা পলাতক থাকায় মামলার আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে র‌্যাবের পক্ষ থেকে মামলার পলাতক আসামি বিদ্যুৎ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ (শনিবার) বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  গৃহবধূকে হত্যা   আসামি গ্রেফতার   নওগাঁ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close