ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সীমান্তে কমান্ডার পর্যায়ে বিজিপি-বিএসএফের পতাকা বৈঠক
প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৭:৫০ পিএম  (ভিজিট : ৪১৬)
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কমান্ডার পর্যায়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৩ মার্চ) বিকেলে এক বিজ্ঞপ্তিতে পত্নীতলা (১৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হামিদ উদ্দিন জানায়, সকাল সাড়ে দশটা থেকে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত প্রায় এক ঘণ্টা সীমান্ত পিলার ২৫৪ এমপি হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘুরকী নামক স্থানে বিজিবির আহবানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সৌজন্য সাক্ষাতটি অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লেঃ কর্নেল মো. হামিদ উদ্দিন পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। 

অপরদিকে ভারতের পক্ষে ৫ সদস্য বিশিষ্ট (বিএসএফ) প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শ্রী সঞ্জয় কুমার মিশ্রা, কমান্ড্যান্ট, ১৬৪ ব্যাটালিয়ন আরাদপুর।

বিজিবি আরও জানায়, সৌজন্য সাক্ষাতের সময় সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধ, সীমান্তবর্তী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ছাড়াও পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ এর মধ্যে সু-সমন্বয় ও দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের ফলে দুই বছর ধরে সীমান্তে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

বৈঠক শেষে উভয় দেশের অধিনায়ক এ ধারা অব্যাহত রাখাসহ সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রেখে একসাথে কাজ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

নওগাঁর ধামইরহাট সীমান্তে ভারত ও বাংলাদেশর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে শুভেচ্ছা বিনিময়। ছবি: সংগৃহীত

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  বিজিপি-বিএসএফের পতাকা বৈঠক   ধামইরহাট   নওগাঁ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close