ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

নারীদের জান্নাত সাজানোর সুযোগ
প্রকাশ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪, ৬:১৯ এএম  (ভিজিট : ৫৬০)
ইসলামে ইবাদত-বন্দেগি নর-নারী সবার ওপরই সমানভাবে ফরজ। নামাজ, রোজা, হজ, জাকাত প্রভৃতি ইবাদতে পুরুষ ও নারী উভয়ই সমানভাবে অংশগ্রহণ করবেন। ইবাদতের বসন্ত মাসে যে যত নেক আমল করবে তার পরকালীন জীবন তত সুন্দর হবে। ইবাদতের প্রতিযোগিতায় নারীরাও পারেন পুরুষদের ছাড়িয়ে যেতে। একজন নারী শুধু সংসার নয়, রমজানে সাজাতে পারেন জান্নাতেরও ভুবন। অনেক ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীর সুযোগ অনেক বেশি। নারীদের বাইরের ব্যস্ততা কম থাকে, ঘরেই কাজ করতে হয় বেশি। 

ঘরোয়া পরিবেশেই কাটে রোজার দিনগুলো। ফলে তাদের রমজানের পূর্ণ ফজিলত ও বরকত লাভ করা অনেকাংশে সহজ। যেহেতু নারীদের জন্য কিছুটা বাড়তি সুযোগ রয়েছে, তাই তাদের জন্য উচিত হলো রমজানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে জীবনের সফলতার দ্বার উন্মোচন করা। হজরত আবদুর রহমান বিন আউফ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যদি নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজান মাসের রোজা করে, আব্রু রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে, তবে তাকে বলা হবে-তুমি যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো’ (মুসনাদ আহমদ : ১৬৬১; ইবনে হিব্বান : ৪১৬৩)। পৃথিবীর তাবৎ মুসলিম নারী যদি শুধু এই একটি হাদিসকেই সারা জীবনের পাথেয় হিসেবে গ্রহণ করেন, এটিই যথেষ্ট হতে পারে তার জান্নাত লাভের জন্য। প্রত্যেক মা-বোনের উচিত হাদিসটিকে গলার মালার মতো হৃদয়ে সংরক্ষণ করা। কেয়ামতের দিন দয়াময় আল্লাহ তাঁর বান্দা-বান্দিদের নানা অজুহাত তৈরি করে জান্নাত দেবেন। তাই আমাদের দয়ার নবী (সা.) বিভিন্ন হাদিসে জান্নাতে যাওয়ার অনেক সহজ ও সংক্ষিপ্ত পথ বলে দিয়েছেন। তাঁর মূল্যবান সেই বাণীগুলো কেবল সঠিকভাবে অনুধাবন, বিশ্বাস স্থাপন ও বাস্তবায়নের মাধ্যমে আমরা সহজে বেহেশতের অধিকারী হতে পারি।

যে নারী ফরজ দৈনিক (মাসিক ও প্রসবপরবর্তী স্রাবের দিনগুলো ছাড়া) পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, পবিত্র রমজান মাসজুড়ে রোজা রাখবেন (মাসিকের দিনগুলো ছাড়া, সেগুলো রমজানের পর কাজা করতে হবে), নিজ লজ্জাস্থানের হেফাজত করবেন তথা শরিয়তের ফরজ পর্দাবিধি পরিপূর্ণ মেনে চলবেন এবং স্বামীর আনুগত্য করবেন (যতক্ষণ না তিনি আল্লাহ-রাসুলের বিপরীত আদেশ করেন), তার জন্য জান্নাতের আট দরজার সবগুলো খুলে দেওয়া হবে। তিনি যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবেন। পৌঁছাতে পারবেন সবচেয়ে কাক্সিক্ষত ও মর্যাদাপূর্ণ জান্নাতুল ফিরদাউসে। অবশ্য এ চার গুরুদায়িত্বের পাশাপাশি তাকে বেঁচে থাকতে হবে কবিরা গুনাহগুলো থেকে। অনভিপ্রেতভাবে কবিরা গুনাহ হয়ে গেলে তওবা করতে হবে।

হাদিসটির সমর্থন মেলে পবিত্র কুরআনের আয়াত থেকেও। আল্লাহ তায়ালা বলেন, ‘মুমিনরা সফলকাম হয়ে গেছে, যারা নিজেদের নামাজে বিনয়নম্র, যারা অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত, যারা জাকাত দান করে থাকে এবং নিজেদের লজ্জাস্থানকে সংযত রাখে। আর যারা আমানত ও অঙ্গীকার সম্পর্কে হুঁশিয়ার থাকে এবং যারা তাদের নামাজগুলোর খবর রাখে। তারাই উত্তরাধিকার লাভ করবে। তারা (জান্নাতুল) ফিরদাউসের উত্তরাধিকারী হবে। তারা তাতে থাকবে চিরকাল।’ (সুরা মুমিনুন : ১-১১)

তাই হীনম্মন্য না হয়ে প্রিয় মা-বোনেরা, ইসলাম প্রদত্ত মর্যাদা সম্পর্কে অবগত হোন এবং নেক আমলের মাধ্যমে নিশ্চিত করুন পরকালের অভাবিতপূর্ব পুরস্কার। দুনিয়া কোনো মানুষেরই কাম্য হওয়া উচিত নয়, আজকের দিন কেটেই যাবে, পার্থিব জীবন ফুরিয়ে যাবে কিন্তু আখেরাতের অনন্তকাল সুন্দর হলে সুখের হবে চিরকালীন জীবন। সুতরাং সে জীবন সজ্জিত করার যত আমল করা যায়, সেটাই আমার আসল প্রাপ্তি। ঘর-সংসারের কাজের বদলাও হবে অফুরন্ত সওয়াব। আল্লাহ সবাইকে বোঝার ও আমল করার তওফিক দিন।

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close