ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

নাইক্ষ্যংছড়ি সীমান্ত
গোলাগুলির শব্দ নেই, স্বাভাবিক হচ্ছে জনজীবন
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৩:৫৭ এএম  (ভিজিট : ৪৫৬)
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৭০ কিলোমিটারে নেই গোলাবারুদ, বিস্ফোরণের শব্দ। নীরব নিস্তব্ধ দিন কাটাচ্ছে সীমান্তবাসী। সীমান্ত এলাকা ঘুমধুমের ৩১নং পিলার থেকে দৌছড়ি ইউনিয়নের ৫১ নম্বর সীমান্ত পিলার পর্যন্ত ১২ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত শান্তিতে বসবাস করছে সীমান্ত এলাকার মানুষ।

বুধবার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মিয়ানমারের অভ্যন্তর থেকে কোনো ধরনের গোলাগুলি এবং ভারী গোলাবারুদ বিস্ফোরণের শব্দ আসেনি। প্রায় দুই বছরের অধিক সময় ধরে চলা, মিয়ানমারের ভেতরে সে দেশের সরকার নিয়ন্ত্রিত সেনাবাহিনী এবং বিদ্রোহী কয়েকটি সশস্ত্র সংগঠনের সঙ্গে তাদের আধিপত্য নিয়ে চলছে তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষ।

স্থানীয় ইউপি সদস্য মো. ফরিদুল আলম বলেন, গত কয়েক দিন ধরে তাদের সীমান্ত পয়েন্টগুলো শান্ত অবস্থায় রয়েছে। জামছড়ি এলাকার হাবিবুর রহমান বলেন, তাদের ৪৫ থেকে ৪৭ নম্বর পিলার এলাকায় কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি। 

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, সীমান্ত এলাকা বতর্মানে ভালো আছে, মিয়ানমার থেকে গোলাবারুদসহ বিস্ফোরণের শব্দ আসছে না তার এলাকাতে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ সময়ের আলোকে বলেন, ঘুমধুম সীমান্ত এলাকা পুরোপুরি শান্ত, নেই কোনো গুলির শব্দ, নেই কোনো আতঙ্ক। সীমান্তে বসবাসরত মানুষের জীবনযাত্রা স্বাভাবিক বলে জানান চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ।

সময়ের আলো/আরএস/ 




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close