ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

লক্ষ্মীপুরে ৯ জেলের অর্থদণ্ড, কারেন্ট জাল জব্দ
প্রকাশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ১১:৩০ এএম  (ভিজিট : ৩৫২)
লক্ষ্মীপুরের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। এসময় জব্দ করা হয় ৪টি ইঞ্জিন চালিত নৌকা ও ১ লাখ  ৮৫ হাজার মিটার কারেন্ট জাল। জব্দকৃত কারেন্ট জালের  বাজার মূল্য ৫৪ লক্ষ টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ।

মঙ্গলবার (১৯ মার্চ) রাত ৮টা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে রাত ১টার দিকে সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জেলেদের ৬ হাজার টাকা অর্থদণ্ড দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলামসহ নৌ- পুলিশের সদস্যরা।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, বরিশালের মেহেদীগঞ্জের রাজীব (২০), দেলু বাঘা (২২), মো. ইউসুফ (২০), সিয়াম (১৩), মো. মিয়াম (১২), তারেক (১৪),  ও লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন এলাকার ইউসুফ আলী ব্যাপারী(৬৫), শাহজাহান সর্দার (৩৫) ও আবদুর রশিদ (১৬)।

জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, জাটকা সংরক্ষণ লক্ষ্যে মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা রয়েছে। জাটকা সংরক্ষণ অভিযান সফল করতে মঙ্গলবার রাত ৮ থেকে সাড়ে ১২ টা মেঘনার বিভিন্ন স্থানে মৎস্য অধিদপ্তর ও নৌপুলিশের যৌথ অভিযান চালানো হয়। এসময় ৪টি ইঞ্জিন চালিত নৌকাসহ ৯ জেলেকে আটক করা হয়।

জব্দ করা হয় ১ লাখ ৮৫ হাজার মিটার কারেন্ট জাল। পরে রাত ১টার দিকে মজু চৌধুরীরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক তিন জেলেকে তিন হাজার টাকা এবং অন্য ৬ জেলের ৫০০ টাকা করে আরো ৩ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। এসময় জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয়। জাটকা সংরক্ষণে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ অভিযোগ অব্যাহত থাকবে বলে জানান এ মৎস্য কর্মকর্তা।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close