প্রকাশ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪:৫৯ এএম (ভিজিট : ৬২০)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদর্শ নির্বাচনবিধি লঙ্ঘন করেছেন; সোমবার নির্বাচন কমিশনে এমন অভিযোগ দাখিল করেছে তৃণমূল কংগ্রেস। দলটির রাজ্যসভার সদস্য সাকেত গোখেল কমিশনে চিঠি পাঠিয়ে বলেছেন, রোববার অন্ধ্র প্রদেশের এক নির্বাচনি সমাবেশে নরেন্দ্র মোদি ভারতীয় বিমানবাহিনীর হেলিকপ্টারে চেপে যোগ দিয়েছিলেন। তার এই আচরণ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছে।
চিঠিতে বলা হয়, জনসভায় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তেলুগু দেশম পার্টির নেতা সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। নাইডুর দল এনডিএতে যোগ দিয়েছে।
সাকেত গোখেল সেই চিঠির সঙ্গে ‘এক্স’ হ্যান্ডেলে একটি ভিডিও দিয়েছেন।
পিটিআইয়ের তোলা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অন্ধ্র প্রদেশের পালনাডুতে জনসভায় ভাষণ দেওয়ার জন্য বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে প্রধানমন্ত্রী নেমে আসছেন।
সম্প্রতি লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণার সময় দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছিলেন, আচরণবিধি ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে তা মনে করিয়ে দিয়ে বলেছে, সেই ব্যবস্থা নেওয়া হোক। কারণ প্রধানমন্ত্রী আচরণবিধি ভেঙেছেন।
সময়ের আলো/জেডআই