ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

গজারিয়ায় ১১ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন
প্রকাশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ৪:৩৩ পিএম  (ভিজিট : ৫৬৬)
মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে প্রায় ১০ কিলোমিটার অবৈধ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এর মাধ্যমে প্রায় সাড়ে তিন হাজার অবৈধ সংযোগ চলতো বলে জানিয়েছে তিতাস।

শনিবার (১৬ মার্চ) সকাল ১১টা থেকে গজারিয়া উপজেলার বাউশিয়া পুরাতন ফেরি ঘাট এলাকা থেকে অভিযান শুরু করে তিতাস বিকাল সাড়ে চারটা পর্যন্ত চলে অভিযান।

অভিযানের শুরুতে বাউশিয়া পুরাতন ফেরিঘাট এলাকায় কাজী ফার্মস লিমিটেড সংলগ্ন অবৈধ একটি ঢালাই লোহা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তারপর পুরাণ বাউশিয়া এবং ভবেরচর বাজার এলাকায় অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ।

দুপুরে অভিযানে কার্যক্রম দেখতে উপস্থিত হোন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হারুনুর রশীদ মোল্লাহ। অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার এন.এম. আবদুল্লাহ-আল-মামুন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের সোনারগা আঞ্চলিক বিপণন বিভাগের  উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সরুজ আলম,মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান,সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ব্যবস্থাপক (মিটার এন্ড ভিজিল্যান্স) আতিকুল ইসলাম।

তিতাস গ্যাসের সোনারগা আঞ্চলিক বিপণন বিভাগের  উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সরুজ আলম বলেন, আজকে আমরা তিনটি স্পটে প্রায় ১০ কিলোমিটার অবৈধ সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করেছি যার মাধ্যমে প্রায় সাড়ে তিন হাজার অবৈধ সংযোগ চালু ছিল। গত কয়েকদিনের  অভিযানে প্রায় ১১হাজার অবৈধ সংযোগ বন্ধ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close