ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ১:১৪ পিএম  (ভিজিট : ৩১২)
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে। মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, মোড়কবিহীন পণ্য বিক্রয়সহ নানা অপরাধে তিন দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ মার্চ) বিকালে উপজেলার শুকলাল হাট বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

এ সময় দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, মোড়কবিহীন পণ্য বিক্রয়, ফ্রিজে পঁচা খাবার সংরক্ষণের দায়ে হারুন স্টোরকে পাঁচ হাজার টাকা, মহসিন স্টোরকে ১০ হাজার টাকা ও সালাউদ্দিন স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মনিটরিংয়ের অংশ হিসেবে বাড়বকুণ্ড ইউনিয়নের শুকলাল হাট বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তিনটি দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close