ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

মাদ্রাসা সুপার নিয়োগে ৮ লাখ টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ
প্রকাশ: বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ১১:৪১ পিএম আপডেট: ১৩.০৩.২০২৪ ১১:৫২ পিএম  (ভিজিট : ৯৬৩)
ঝালকাঠির রাজাপুরের কৈবর্তখালি গ্রামের আলহাজ্ব মুনসুর আলী দাখিল মাদ্রাসার সহ-সুপার পদের নিয়োগে ৮ লাখ টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। ওই পদে আবেদনকারী জাহিদ হাসান নামে এক প্রার্থী জেলা প্রশাসক ও জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে এ লিখিত অভিযোগ করেছেন। 

লিখিত অভিযোগে জানা গেছে, আলহাজ্ব মুনসুর আলী দাখিল মাদ্রাসার সহকারী সুপারের পদ খালি থাকায় উক্ত প্রতিষ্ঠানের সভাপতি মেহরুবা মনা ৮ লাখ টাকা উৎকোচ গ্রহণের মাধ্যমে যোগ্যতা বিহীন ওই মাদ্রাসার সহকারী মৌলভী মো. হেলাল উদ্দিন তালুকদারকে নিয়োগের পায়তারা করিতেছে। সহকারী মৌলভী মো. হেলাল উদ্দিন তালুকদারের শিক্ষাগত যোগ্যতা দাখিল-তৃতীয় বিভাগ, আলিম তৃতীয় বিভাগ, ফাজিল দ্বিতীয় বিভাগ ও কামিল দ্বিতীয় বিভাগ। সহকারী সুপার পদে স্বচ্ছতা নিয়োগ পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীকে নিয়োগ না দিয়ে হেলাল উদ্দিন তালুকদারকে নিয়োগের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করে নিয়োগের প্রস্তুতিসহ আনুষঙ্গিক ব্যবস্থা করেছেন। তার মাদ্রাসা পরিচালনার যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানে অযোগ্য লোককে নিয়োগ দেয়া হলে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের লেখাপড়ার অপূরণীয় ক্ষতি হবে। ম্যানেজ প্রক্রিয়ায় অযোগ্য মো. হেলাল উদ্দিন তালুকদারকে যাহাতে নিয়োগ না দিয়ে 
যোগ্য ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রদানের দাবি জানানো হয় অভিযোগে। 

ইতোপূর্বেও একই প্রক্রিয়ায় নিরাপত্তা কর্মী পদে মো. মানির হোসেনের কাছ থেকেও ৮ লাখ টাকার বিনিময়ে নিয়োগ প্রদান করা হয়েছে, যা তদন্ত করলে বেরিয়ে আসবে। 

ঘুষ দেয়ার অভিযোগ সহকারী মৌলভী মো. হেলাল উদ্দিন তালুকদার অস্বীকার করেছেন। 

অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সভাপতি মেহরুবা মনা জানান, মাদ্রাসায় কোন রকম কোন নিয়োগ বাণিজ্য হয়না। এর আগের নিয়োগগুলো স্বচ্ছতার ভিত্তিতে হয়েছে, নিয়োগ খরচও নিজেরা দিয়েছি। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা গুজব ও ভিত্তিহীন। নিয়ম অনুযায়ী স্বচ্ছতার ভিত্তিতে যোগ্য ব্যক্তিকে নিয়োগ সংশ্লিষ্টরা যাকে যোগ্য মনে করবে তাকে নিয়োগ দিবে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম জানান, ওই মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়া চলছে, যাচাই বাছাই চলছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে দেখা হবে। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মাদ্রাসা সুপার নিয়োগ   ঘুষ বাণিজ্যের অভিযোগ   ঝালকাঠি   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close