ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

হিলিতে স্বল্প মূল্যে টিসিবি পণ্য বিক্রয় শুরু
প্রকাশ: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ৩:৩৯ পিএম  (ভিজিট : ৫৬৮)
দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভা এলাকায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিন্ম আয়ের মানুষের মাঝে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। পবিত্র রমজান মাসের প্রথম দিনে বাজার মূল্যের চেয়ে কম দামে টিসিবির পণ্য পেয়ে খুশি নিন্ম আয়ের মানুষেরা।

মঙ্গলবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় হিলি চার মাথা এলাকায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন তদারকি অফিসার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার শিক্ষা সাখাওয়াত হোসেন।

টিসিবি পণ্য নিতে আসা গৃহবধূ মিনারা বেগম বলেন, পবিত্র রমজানের শুরু থেকেই বাজারে সব জিনিসের দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে। এমন সময়ে রমজানের প্রথম স্বল্প মূল্য এসব টিসিবি পণ্য পেয়ে আমরা খুবই খুশি। এতে আমাদের মতো নিন্ম আয়ের মানুষের জন্য খুবই সুবিধা।

এসময় হাকিমপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি শাহ আলম প্রধান, প্রেসক্লাব এর সাবেক সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, টিসিবির পণ্য বিক্রেতা ডিলার আলম হোসেন ও বিক্রয় কর্মীরা উপস্থিত ছিলেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনা মোতাবেক এ উপজেলায় ১০ হাজার ৫ শ ৭১ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পবিত্র রমজান উপলক্ষে ৫২৫ টাকা ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা বুট ও ১ কেজি চিনি দেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ড ধারীরা পৌরসভাসহ  উপজেলার তিনটি ইউনিয়নের ১২ টি পয়েন্ট থেকে পর্যায়ক্রমে এসব টিসিবি পণ্য সংগ্রহ করতে পারবেন বলে জানান তিনি।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close