ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

গ্রাম্য সালিসে কিশোর গ্যাংয়ের হামলা, ইউপি সদস্যসহ আহত ৩
প্রকাশ: সোমবার, ১১ মার্চ, ২০২৪, ২:৩৬ পিএম  (ভিজিট : ২৯২)
নওগাঁর নিয়ামতপুরে সালিস বৈঠকে কিশোর গ্যাংয়ের হামলায় ইউপি সদস্যসহ তিনজন আহত হয়েছেন। রোববার (১০ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চনন্দননগর ইউনিয়নের বামইন বাজারে এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন- উপজেলার চন্দননগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত কলিমুদ্দিনের ছেলে মামুন (২৪), একই গ্রামের মতিউর রহমানের ছেলে মো. সেন্টু (২৩) ও ইউপি সদস্য মাইনুল ইসলাম (৪৮)।

আহতদের মধ্যে মামুন বর্তমানে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

গত বুধবার (৯ মার্চ) রাতে চন্দননগর ইউনিয়নের বেনীপুর উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনা নিয়ে গতকাল (রোববার) সন্ধ্যায় ইউনিয়নের বামইন বাজারে ইউপি চেয়ারম্যান বদিউজ্জামানের বাসায় সালিস বৈঠক বসে। চেয়ারম্যান বদিউজ্জামানের সভাপতিত্বে সালিস চলাকালে তালপুকুরিয়া গ্রামের বেলায়েত, মেহেদী, শান্ত, জহুরুল ও জাকারিয়ার হামলার ঘটনা ঘটে।

ইউপি সদস্যকে মারপিটের ঘটনার প্রসঙ্গে জানতে চাইলে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইদুল ইসলাম 
বলেন, ঘটনা শুনেছি। এখনও কেউ অভিযোগ করেনি। এছাড়া আমি খবর নিয়েছি, সেখানে পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  গ্রাম্য সালিস   কিশোর গ্যাংয়ের হামলা   ইউপি সদস্য আহত   নওগাঁ   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close