ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

দল থেকে বহিষ্কার ত্রিশালের নব-নির্বাচিত মেয়র আমিন
প্রকাশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ১১:৪৮ পিএম আপডেট: ১০.০৩.২০২৪ ১১:৫৩ পিএম  (ভিজিট : ১৩৬০)
ত্রিশাল পৌরসভার নব-নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম আমিন। ফাইল ছবি

ত্রিশাল পৌরসভার নব-নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম আমিন। ফাইল ছবি

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার উপ-নির্বাচনে বিজয়ী মেয়র আমিনুল ইসলাম আমিন সরকারকে জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ বহিষ্কার করা হয়েছে।

রোববার (১০ মার্চ) জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর লিখিত প্যাডের মাধ্যমে এ বহিষ্কার আদেশ দেন। 

বহিষ্কার আদেশে বলা হয়েছে, অবৈধ আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্তকে উপেক্ষা করে আপনি ত্রিশাল পৌর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। ত্রিশাল পৌর মেয়র পদে আপনার প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি আমাদের গোচরীভূত না হওয়ায় আমারা যথাসময়ে আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পারিনি। বিধায় এহেন সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।

" align=


নব-নির্বাচিত মেয়র আমিনুল ইসলাম আমিন সরকার জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন।

উল্লেখ, গতকাল (শনিবার) ত্রিশাল পৌরসভা উপ-নির্বাচন মেয়র পদে বর্তমান এমপির স্ত্রী শামীমা আক্তারকে বিপুল ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন বিএনপি নেতা নারিকেল গাছ প্রতীকের আমিনুল ইসলাম আমিন সরকার। তার একদিন পর আজ (রোববার) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার এ বহিষ্কার আদেশ দেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ত্রিশাল পৌরসভা   নব-নির্বাচিত মেয়র-আমিনুল ইসলাম আমিন   বহিষ্কার  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close