প্রকাশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৭:২৭ পিএম (ভিজিট : ৩৪২)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আনোয়ারা প্রান্তের কনস্ট্রাকশন ওয়্যার হাউজের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। রোববার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে টানেলের আনোয়ারা প্রান্তের কনস্ট্রাকশন স্টোর রুমে এ আগুনের সূত্রপাত ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন টানেলের নিজস্ব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর উপ-সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক এবং টানেলের টোল ম্যানেজার মো. বেলায়েত হোসেন।
টানেল কর্তৃপক্ষের পক্ষে উপ-প্রকল্প পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, বঙ্গবন্ধু মূল টানেলের বাহিরে আনোয়ারা প্রান্তে, যেখানে কনস্ট্রাকশন ওয়্যার হাউজের পরিত্যক্ত গুদাম রয়েছে ওখানে আগুন লাগে। তাৎক্ষণিক আমাদের নিজস্ব ফায়ার সার্ভিসের ৬ ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এতে তেমন কোন ক্ষতি হয়নি।
তবে ওখানে টানেলের কাজ করার পর কিছু কাঠ ও পরিত্যক্ত কনস্ট্রাকশনের সরঞ্জাম ছিল। এখন সব নিরাপদে রয়েছে। কোন সমস্যা নেই বলে জানান তিনি।
সময়ের আলো/আরআই