ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

১০ রমজান থেকে ছুটির দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপি
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ৫:১৮ পিএম  (ভিজিট : ১০৩০)
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ১০ রমজান থেকে ছুটির দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে সাধারণ শিক্ষার্থীরা। শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপাচার্যের অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন উপাচার্যের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) আব্দুর রশিদ। 

স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ১ হাজার শিক্ষার্থী স্বাক্ষর করেছেন বলে জানা গেছে।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, গত দুই বছর যশোরের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৮° সেলসিয়াস এবং ৩৭.৮° সেলসিয়াস ছিল যা দেশের মধ্যে সর্বোচ্চ। যশোরের এই তীব্র তাপদাহে রমজানের রোজা রেখে সকাল থেকে বিকেল পর্যন্ত ক্লাস, ল্যাব, পরীক্ষা ইত্যাদি একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের জন্যে খুবই কষ্টসাধ্য। তাই শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার বিষয়টি বিবেচনা করে ১০ম রমজানের পরে ক্লাস, পরীক্ষা বন্ধ ঘোষণা করার দাবি করেন শিক্ষার্থীরা। শারীরিক সুস্থতা এবং যশোরে গরমের তীব্রতার বিষয়টি বিবেচনায় রেখে উপরিউক্ত দাবিটি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়নের দাবি জানান শিক্ষার্থীরা।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  যবিপ্রবি   রমজানে ছুটি   শিক্ষার্থীদের স্মারকলিপি  




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close