ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

প্রধানমন্ত্রী দেশকে উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছেন: অর্থমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১১:৩৮ পিএম  (ভিজিট : ৬৪০)
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেন, আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছে। এতে আপনারাও শামিল থাকুন। শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার কাজে আপনারাও যোগদান করুন। 

শুক্রবার (৮ মার্চ) বিকেলে দিনাজপুরের চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, এ কলেজে লেখাপড়ার মান অনেক ভালো। লেখাপড়া আরো ভালো হোক। আপনাদের ছেলে মেয়েরা আরো ভালো করুক। ভালোর তো শেষ নেই। আপনারা অনেক পথ পাড়ি দিয়ে এসেছেন। আপনাদের এ কলেজে সংযোজন হচ্ছে নতুন একাডেমিক ভবন। আপনাদের চলার পথ সুগম হোক, চলার পথ সাফল্যে ভরে উঠুক।

এসময় চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরকার, খানসামা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, খানসামা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মো. সাইফুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে মন্ত্রী আজ (শুক্রবার) সকাল সাড়ে ৯টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঐতিহ্যবাহী রানীরবন্দরের ইছামতি ডিগ্রি কলেজে নতুন চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান, ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  অর্থমন্ত্রী-আবুল হাসান মাহমুদ   গণসংবর্ধনা   দিনাজপুর  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close