ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ভারত পাচার কালে স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৮:১৬ পিএম  (ভিজিট : ৪৬৮)
অবৈধ পথে ভারতে স্বর্ণ পাচারের সময় ৪টি স্বর্ণের বারসহ মুস্তাফিজুর রহমান (২২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের সদস্যা। 

শুক্রবার (৮ মার্চ) দুপুর সাড়ে ৩টায় প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।

আটককৃত মুস্তাফিজুর রহমান দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দক্ষিণ দামোদরপুর গ্রামের মৃত দবিরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে তানজিলুর রহমান বলেন, শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের ঘাসুরিয়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের ২৮৯/এমপি পিলারের বাংলাদেশের অভ্যন্তরে দিনাজপুর বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের হাড়িপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মুস্তাফিজুর রহমান নামে চোরাকারবারিকে আটক করা হয়। জব্দ কৃত ৪টি স্বর্ণের বারের ওজন ৪০ ভরি। যার মূল্য ৪৪ লাখ ৮১ হাজার ২০০ টাকা মাত্র।

তার বিরুদ্ধে চোরাচালান আইনে মামলার প্রস্তুতি চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবির এই কর্মকর্তা নিশ্চিত করেন।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  স্বর্ণের বার পাচার   চোরাকারবারি আটক   জয়পুরহাট   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close