ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

উখিয়ায় সীমান্তে গ্রেনেডে আহত সেই যুবকের মৃত্যু
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৪:২৭ পিএম  (ভিজিট : ৩৬৪)
মিয়ানমারে সংঘাতের মধ্যে পালিয়ে এসে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বাধা দেওয়ায় সীমান্তে অনুপ্রবেশকারীর ছোড়া গ্রেনেডে আহত সেই যুবকের মৃত্যু হয়েছে ঘটনার এক মাস পর। বৃহস্পতিবার (৭ মার্চ) মধ্যরাতে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান যুবক আনোয়ার সালাম মোবারক।

নিহত আনোয়ার সালাম মোবারক উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল এলাকার আবদুস সালামের ছেলে।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান মোবারকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

পালংখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলতাজ আহমদ বলেন, গত ৭ ফেব্রুয়ারি মোবারক সীমান্তবর্তী জমিতে কাজ করছিল। এসময় মিয়ানমার থেকে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের সময় এক যুবককে দেখে আটকানোর চেষ্টা করে মোবারক। এসময় ওই যুবকের হাতে থাকা একটি গ্রেনেড ছুড়ে মারে।

তিনি জানান, এতে আহত মোবারককে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পরে আবারও আনা হয় কক্সবাজার সদর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল (বৃহস্পতিবার) রাতে তার মৃত্যু হয়।

নিহতের স্ত্রী মরিয়ম বলেন, তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে। কৃষিকাজ করেই সংসার চালাতেন আমার স্বামী। প্রতিদিনের মতো সেদিনও জমিতে কাজ করতে গিয়ে আহত হয়েছিলেন তিনি।

শাশুড়ি জাগির হোছন বলেন, গ্রেনেড হামলায় মোবারকের মাথা, পা ও পেটে আঘাতপ্রাপ্ত হয়েছিল। ১ মাস চিকিৎসার পরও বাঁচানো গেল না।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, বিষয়টি খোঁজ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মিয়ানমারে সংঘাত   বাংলাদেশি আহত   মৃত্যু   উখিয়া সীমান্ত   কক্সবাজার  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close