ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

হামবুর্গে অনুষ্ঠিত হলো অমর একুশে বইমেলা
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ১:০৫ পিএম  (ভিজিট : ১০০২)
জার্মানির পোর্ট সিটি খ্যাত হামবুর্গে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো অমর একুশে বইমেলা।  গত ৩রা মার্চ হামবুর্গের বাওয়ার সালুন হলটি বই বিক্রির পাশাপাশি বইপ্রেমী বাঙালিদের এক মিলনমেলায় পরিণত হয়। হামবুর্গে বসবাসকারী পাঠকদের অনুরোধের ভিত্তিতে সুদূর বাংলাদেশ থেকে বাছাইকৃত নতুন নতুন বই এনে বইপ্রেমীদের হাতে তুলে দেয়া হয়। 

পাঠকেরা নতুন বই হাতে পেয়ে খুবই উচ্ছ্বসিত এবং নতুন বইয়ের ঘ্রাণে সঞ্জীবনী হয়ে উঠেন। 

পাঠকদের সাথে কথা বলে জানা যায়, বাংলা একাডেমীর আয়োজিত বইমেলাতে উপস্থিত থাকতে না পারার কষ্ট হামবুর্গের বাংলার পার্বণের বই মেলাতে এসে কিছুটা হলেও ভুলে থাকা যাচ্ছে। 

এ বছর দ্বিতীয়বারের মতো বড় পরিসরে বইমেলার আয়োজনে হামবুর্গে বসবাসকারী বাংলাদেশিরা দারুণ উপভোগ করেন।

বইমেলায় মূলত বাঙালি লেখকেদের বই বিক্রয় করা হয়। যাদের মধ্যে অন্যতম ছিল হুমায়ূন আহমেদের উপন্যাস, মুহম্মদ জাফর ইকবালের লেখা শিশুতোষ গল্পসমগ্রসহ, জুল ভার্নের বৈজ্ঞানিক কল্পকাহিনীর অনুবাদ গ্রন্থ ইত্যাদি।

প্রতিবারের ন্যায় এবারের বইমেলার মূল আকর্ষণ ছিল, বাংলার পার্বণের সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 

সংগঠনের সদস্যবৃন্দ গান, কবিতা এবং নৃত্য পরিবেশনের মাধ্যমে বইমেলার পুরোটা সময় মাতিয়ে রাখে। 

এছাড়া মেলায় আগত অতিথিদের জন্য শীতকালীন পিঠার আয়োজন করা হয়। সুদূর প্রবাসে বসেও বাঙ্গালিরা বাহারি রকমের পিঠার স্বাদ উপভোগ করেন।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close