ই-পেপার রোববার ৬ অক্টোবর ২০২৪
রোববার ৬ অক্টোবর ২০২৪

চবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক সেকান্দর চৌধুরী
প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ২:২৭ পিএম আপডেট: ০৬.০৩.২০২৪ ২:৫২ পিএম  (ভিজিট : ১৬৩০)
অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী। ফাইল ছবি

অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরী। ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য পদে নতুন নিয়োগ পেয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী। বুধবার (৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিয়োগের তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন ক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর ধারা ১৪(১) অনুসারে অধ্যাপক ড. সেকান্দর চৌধুরীকে প্রো ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো।

বিজ্ঞপ্তিতে শর্ত হিসেবে বলা হয়েছে, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে তার নিয়োগের মেয়াদকাল যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়স পূর্তিতে মূল পদে প্রত্যাবর্তন পূর্বক  অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন।

শর্তে আরো বলা হয়েছে, তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। 

অধ্যাপক সেকান্দর চৌধুরী ১৯৬১ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগীতে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বিএ অনার্স ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তর পর্যায়ে তিনি প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। ১৯৮৭ সাল থেকে একই বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত। ২০০৩ সালের ১ আগস্ট তিনি বিভাগের সভাপতির দায়িত্ব পান।

সময়ের আলো/আরআই



আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)   নতুন উপ-উপাচার্য   সেকান্দর চৌধুরী  




এই ক্যাটেগরির আরো সংবাদ


https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close