ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

আখাউড়ায় মাটি খুঁড়তে গিয়ে মিলল মর্টার শেল
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ৫:৩৯ পিএম  (ভিজিট : ৩৭০)
বাড়ির আঙ্গিনায় লিচু গাছের মাটি খোঁড়ার সময় মর্টার শেলটি পাওয়া যায়। ছবি: সময়ের আলো

বাড়ির আঙ্গিনায় লিচু গাছের মাটি খোঁড়ার সময় মর্টার শেলটি পাওয়া যায়। ছবি: সময়ের আলো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাটি খুঁড়তে গিয়ে একটি মর্টার শেল পাওয়া গেছে। সোমবার (৪ মার্চ) দুপুরে উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রাম থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, মর্টার শেলটি মুক্তিযুদ্ধের সময়কালের। এর আগেও ওই জায়গার পাশ থেকে মর্টার শেল উদ্ধার হয়।

খোঁজ নিয়ে জানা জানায়, চাঁনপুর গ্রামের পশ্চিম পাড়া মৃত জাফর আলীর ছেলে আবুল হাসিমের বাড়ির আঙ্গিনায় লিচু গাছের মাটি খোঁড়ার সময় মর্টার শেলটি পাওয়া যায়। মর্টার শেলটি দেখতে লোকজন ঘটনা স্থলে ছুটে আসে। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরে আলম মর্টার শেল পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এটি ১৯৭১ সালের যুদ্ধে ব্যবহার হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সে সময় শেলটি অবিস্ফোরিত থাকে। পুলিশ শেলটিকে নিজেদের হেফাজতে নিয়ে নিরাপদ স্থানে রেখেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা সেনানিবাসে খবর দেওয়া হয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মর্টার শেল উদ্ধার   আখাউড়া   ব্রাহ্মণবাড়িয়া  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close