ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

পাবনায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
প্রকাশ: রবিবার, ৩ মার্চ, ২০২৪, ৮:৩২ পিএম  (ভিজিট : ৭১৬)
মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জনি শেখ। ছবি: সময়ের আলো

মাদক মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জনি শেখ। ছবি: সময়ের আলো

পাবনায় ১০০ বোতল ফেনসিডিল রাখার দায়ে জনি শেখ (২৮) নামের এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে একবছরের কারাদণ্ড দেয়া হয়। 

রোববার (৩ মার্চ) দুপুরের দিকে পাবনার বিশেষ জজ আদালতের সিনিয়র জেলা জজ আহসান তারেক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন- পাবনা সদর উপজেলার গাছপাড়ার আ. বারেকের ছেলে জনি শেখ (২৮)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর সকালে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাব ১২ এর সমন্বিত অভিযানে পাবনা সদর উপজেলার গাছপাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ জনি শেখকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শক বাদী হয়ে মাদক আইনে মামলা করেন। যার মামলা নং - দায়রা ১১২/১৮। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ (রোববার) এ রায় দেয় আদালত। পরে তাকে কোর্ট কারাগারে স্থানান্তর করা হয়।

এ মামলার আসামি পক্ষে আইনজীবী ছিলেন আতিকুল ইসলাম সাগর ও রাষ্ট্র পক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক।

রায় সম্পর্কে আসামি পক্ষের আইনজীবী আতিকুল ইসলাম সাগর জানান, লঘু পাপে গুরুদণ্ড দেয়া হয়েছে। এ রায় যথাযথ হয়নি। আসামির পক্ষে আপিল করা হবে।

রাষ্ট্র পক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক জানান, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূল নাহলে দেশ ও সমাজে অপরাধ কমানো সম্ভব নয়। মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধের কঠোর শাস্তি হওয়া উচিত। তাই আমি মনে করি আসামির সঠিক বিচার হয়েছে। এধরণের শাস্তি অব্যাহত থাকলে সমাজে মাদক সংশ্লিষ্ট অপরাধ কমবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মাদক মামলা   যুবকের যাবজ্জীবন কারাদণ্ড   পাবনা   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close