ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

চাঁদপুরে এসিড নিক্ষেপকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
প্রকাশ: রবিবার, ৩ মার্চ, ২০২৪, ২:১৭ পিএম  (ভিজিট : ৫২৪)
চাঁদপুরের মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম সুজাতপুর গ্ৰামের আইয়ুব আলীর মেয়ে অন্ত:সত্ত্বা গৃহবধূ মিলি আক্তারের উপর এসিড নিক্ষেপ কারীদের ফাঁসির দাবিতে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব সম্মুখে (সুজাতপুর বাজারে) এলাকাবাসীর উদ্যোগে রোববার (৩ মার্চ) সকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি একেএম গোলাম নবী খোকন, সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম, এসিডদগ্ধ মিলির পিতা আইয়ুব আলী প্রধান, এসিডদগ্ধ মিলির আত্মীয় আলমগীর হোসেন ভূঁইয়া, এসিডদগ্ধ মিলির খালাতো বোন গোলিপী বেগম, এসিডদগ্ধ মিলির বড় বোন শারমিন আক্তার প্রমুখ।

উল্লেখ্য ২৫ ফেব্রুয়ারি (রাত সাড়ে ৯টায়) উপজেলার পশ্চিম সুজাতপুর গ্ৰামে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে এসিডদগ্ধ মিলির পিতা মোঃ আইয়ুব আলী প্রধান বাদী হয়ে মতলব উত্তর থানায় ২ জনকে (মোঃ মানিক ও মোঃ বাদল) আসামি করে ২৬ ফেব্রুয়ারি (সোমবার) মামলা দায়ের করেন। এসিডদগ্ধ মিলি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এসিডদগ্ধ মিলির পিতা আইয়ুব আলী প্রধান জানান, ২৫ ফেব্রুয়ারি রাতে আমি মহল্লার মসজিদে নামাজ পরতে যাই। এসে শুনি পার্শ্ববর্তী মমরোজকান্দি গ্রামের আলী আহমদের ছেলে মোঃ মানিক (৩২) আমাদের বসত করে এসে আমার স্ত্রী ও কন্যাকে ডাক দিলে দরজা খোলার সাথে সাথে বোতল থেকে এসিড মারে। এতে আমার কন্যা মিলি আক্তার ও স্ত্রী রাশিদা বেগম এর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। আমার মেয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি একেএম গোলাম নবী খোকন বলেন, এসিড নিক্ষেপ জঘন্য কাজ।যা ক্ষমার অযোগ্য। তিনি এসিড নিক্ষেপের ঘটনায় জড়িত মোঃ মানিকের ফাঁসি দাবি করেন।

এসিডদগ্ধ মিলির বড় বোন শারমিন আক্তার বলেন, মিলির ডান চোখ ও ডান হাত মারাত্মক ঝুঁকিতে রয়েছে। সে ৭ মাসের অন্তঃসত্ত্বা। আমরা গ্ৰেফতারকৃত মানিকের ফাঁসি দাবি করছি।

এসিডদগ্ধ মিলির খালাতো বোন গোলাপী বেগম জানান,মিলি আক্তারের (২০) মুখ, বুক, পিঠ ও ডান হাত এবং মা রাশেদা আক্তারের (৫৫) বাম হাত ও উরু ঝলসে গেছে। তিনি বলেন মিলির অবস্থা আশঙ্কাজনক।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close