ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বাঁশখালীর শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন গ্রেফতার
প্রকাশ: শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ৮:৫৫ পিএম  (ভিজিট : ১৩৭৮)
বাঁশখালীর শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন। ছবি: প্রতিনিধি

বাঁশখালীর শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিন। ছবি: প্রতিনিধি

বাঁশখালীর শীর্ষ সন্ত্রাসী মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মহিউদ্দিন চাম্বলের বহিষ্কৃত চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর অন্যতম সহযোগী বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চাম্বল ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বদরুদ্দীন তালুকদার বাড়ি থেকে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ তাকে আটক করে। আজ (শুক্রবার) মহিউদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার।

মহিউদ্দিন পূর্ব চাম্বল ৭নম্বর ওয়ার্ডের বদরুদ্দীন তালুকদার বাড়ীর মৃত মনির উদ্দিন তালুকদারের ছেলে। 

জানা যায়, বহিষ্কৃত চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর আশ্রয়-প্রশ্রয়ে চাম্বলে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন মহিউদ্দিন। তার নেতৃত্বে চাম্বলে পাহাড় দখল, চাঁদাবাজি ও ভূমি দস্যুতাসহ নানান অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হতো। তার বিরুদ্ধে ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি ও ভূমি দস্যুতার অভিযোগে তিনটি মামলা রয়েছে। এদিকে সন্ত্রাসী মহিউদ্দিনের গ্রেফতারে এলাকার নির্যাতিত মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার উপ পরিদর্শক (এসআই) আহসান হাবিবের নেতৃত্বে একদল পুলিশ গতকাল (বৃহস্পতিবার) রাতে মহিউদ্দিনের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নানা অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার সময়ের আলোকে বলেন, গ্রেফতার মহিউদ্দিনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার   বাঁশখালী  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close