ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

গঙ্গাচড়ায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:২২ পিএম  (ভিজিট : ৩৮৬)
রংপুরের গঙ্গাচড়ায় ওষুধ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ এর কার্যবিধি অনুযায়ী গঙ্গাচড়া বাজারে ৪ ফার্মেসির মালিকের ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) গঙ্গাচড়া বাজারে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে, মেসার্স জয়নাল মেডিসিন ৩০০০ টাকা, মেসার্স মাসুদা ফার্মেসি ২০০০ টাকা, সিআর মেডিসিন স্টোর  ৪০০০ টাকা, ফাতেমা ফার্মেসি ২৫০০ টাকা ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। ওষুধ প্রশাসন অধিদফতর এতে সহায়তা করে।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, কোনো নকল ওষুধ উৎপাদন করলে বা জ্ঞাতসারে কোনা নকল ওষুধ বিক্রয়, মজুত, বিতরণ বা বিক্রয়ের উদ্দেশে প্রদর্শণ করলে ও ওষুধ ভেজাল করলে বা ভেজাল ওষুধ উৎপাদন, বিক্রয়, মজুত এবং অসৎ উদ্দেশে ওষুধের কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফার অভিপ্রায়ে ওষুধ মজুত করা হলে  কারাদন্ড অথবা অর্থদন্ড অথবা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close