ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ময়মনসিংহে পাঁচ মেয়রপ্রার্থীর ৪ জনই আওয়ামী লীগের
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৪৪ এএম  (ভিজিট : ৫৩০)
দ্বিতীয়বাবের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচন উৎসবমুখর করতে এবার দলীয় প্রতীক ছাড়াই মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ মেয়রপ্রার্থী। বিএনপি নির্বাচনে না আসায় এর মধ্যে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতীক পেয়েছেন চারজন। একমাত্র দলীয় প্রতীক নিয়ে মেয়রপ্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি মনোনীত জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল পেয়েছেন লাঙ্গল প্রতীক। 

পাঁচ মেয়রপ্রার্থীর মধ্যে চারজনই স্থানীয় আওয়ামী লীগ নেতা। একজন জাতীয় পার্টির প্রার্থী। ময়মনসিংহ সিটির সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু পেয়েছেন দেওয়ালঘড়ি প্রতীক, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম পেয়েছেন ঘোড়া প্রতীক, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাদেক খান মিল্কী টজু পেয়েছেন হাতি প্রতীক, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক পেয়েছেন হরিণ প্রতীক। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আওয়ামী লীগ নেতা আল নূর রাজীব পরিবর্তনের স্বার্থে প্রার্থিতা প্রত্যাহার করে নিলেও অন্য প্রার্থীদের মধ্যে সমঝোতা না হওয়ায় আওয়ামী লীগের দলীয় নেতা চারজনই শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গেছেন। 

প্রতীক পেয়ে ময়মনসিংহ সিটির সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু বলেন, ঘড়ি উন্নয়নের প্রতীক। উন্নয়নের অসমাপ্ত কাজ করতে নগরবাসী আবারও ঘড়ি প্রতীকে আস্থা রাখবে। বিগত পাঁচ বছরে প্রথম দিকে মহামারি করোনা ও পরে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে উন্নয়নকাজ শতভাগ করা সম্ভব হয়নি। সাধারণ মানুষ আমার প্রতি তাদের সমর্থন দিলে চলমান উন্নয়ন কাজ ভালোভাবে সম্পন্ন করতে পারব। 

তিনি বলেন, সাধারণ মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীরা আমার সঙ্গে রয়েছে। আশা রাখি জয় সহজেই আসবে। 

হাতি প্রতীকের শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাদেক খান মিল্কী টজু বলেন, নগরের মানুষ আকাশ দেখতে চায়, পরিচ্ছন্ন নগরীতে বসবাস করতে চায়, যানজট সমস্যার নিরসন চায়। তাই তাদের দাবির পরিপ্রেক্ষিতে আমি প্রার্থী হয়েছি। পছন্দের প্রতীক হাতি পেয়েছি। মানুষ পরিবর্তনের লক্ষ্যে হাতি প্রতীকেই আস্থা রাখবে। 

পছন্দের প্রতীক ঘোড়া নিয়ে প্রচারের মাঠে রয়েছেন জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ এহতেশামুল আলম। তিনি বলেন, প্রতীক হাতে পেয়েই মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। আমার পক্ষে সাধারণ মানুষের বেশ সাড়া রয়েছে। কারণ বিগত সময়ে প্রত্যাশা অনুযায়ী সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেনি। মানুষকে সুন্দর স্মার্ট শহর উপহার দিতেই আমার প্রার্থী হওয়া। 

৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৯ মার্চ ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। নগরীতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৬ হাজার ৪৯৬। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৩ হাজার ৮৭২ জন। আর নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৬১৫ জন। এ ছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৯ জন। 

পরিবর্তনের কথা বলে বর্তমান সদ্য সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগ সভাপতি ইকরামুল হক টিটুর বিপরীতে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাদেক খান মিল্কী টজু ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক প্রার্থী হওয়ায় এবারের সিটি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করেন ভোটাররা।

সময়ের আলো/ আরএস/ 






https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close