ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

স্কুল ছাত্রীর আত্মহত্যার প্রতিবাদে প্রেমিকের শাস্তি দাবি
প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:১৯ পিএম  (ভিজিট : ৬৭৮)
গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্লাকমেইলের শিকার হয়ে ১০ম শ্রেণির শিক্ষার্থী শাহারিয়ার জান্নাত ছোঁয়ার (১৬) আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারী প্রেমিক রায়হান কবীর মজিদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কাটগড়া দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী, স্বজন ও স্থানীয় সচেতন মহলের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগর কাঠগড়া হাট প্রদক্ষিণ করে।

শাহারিয়ার জান্নাত ছোঁয়া নগর কাটগড়া মনমথ গ্রামের শাহাজানের মেয়ে। সে কাটগড়া দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

অভিযুক্ত বখাটে প্রেমিক রায়হান কবীর মজিদ (১৭) বামনডাঙ্গা রেল কলোনি এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে এবং রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট কলেজের শিক্ষার্থী। 

মানববন্ধনে বক্তারা বলেন, শাহারিয়ার জান্নাত ছোঁয়া সদা হাস্যোজ্জ্বল ছিল, সে আত্মহত্যা করার মতো মেয়ে না। তাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। এটি এক ধরনের হত্যা। তাকে আত্মহত্যার প্ররোচনাকারী প্রেমিক রায়হান কবীর মজিদ এলাকার বখাটে ও মাদকসেবী হিসাবে পরিচিত। সে প্রেমের ফাঁদে ফেলে ছোঁয়ার সর্বস্ব লুটিয়ে নিয়েছে। বিভিন্ন সময় ব্লাকমেইল করার কারণেই শাহরিয়ার জান্নাত ছোঁয়া একটি সুইসাইড নোট লিখে গত ১৭ ফেব্রুয়ারি সকালে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। 

সহপাঠীরা বলেন, রায়হান কবীর মজিদের সাথে ছোঁয়ার প্রেমের সম্পর্ক ছিল। বিভিন্ন সময়ে সে চাপ প্রয়োগ করে টাকা নিতো। সর্বশেষ সে টাকা ও বিভিন্ন সময় তাদের দুজনের ঘনিষ্ঠ কিছু সময় কাটানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিত। এতে ধারণা করা হচ্ছে আপত্তিকর কোন ছবি কিংবা ভিডিও দেখিয়ে ব্লাকমেইল করে সে টাকা নিত। এছাড়াও বখাটে রায়হান কবীর মজিদ বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ফেইক আইডি খুলে শাহরিয়া জান্নাত ছোঁয়া ও তার সহপাঠীদের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করতো। আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন শাহরিয়ার জান্নাত ছোঁয়ার পিতা শাহাজান মিয়া, ফুফাতো বোন সুরভি খাতুন, ফুফা শফিকুল ইসলাম সহপাঠী আপন কুমার, আপন মিয়া প্রমুখ। 

উল্লেখ্য, ‘আমি বাঁচতে চেয়েছিলাম। কিন্তু এই পৃথিবীর নরপশুরা আমাকে বাঁচতে দেয়নি। ওরা আমাকে কাফনের কাপড় পড়ায় ছাড়ছে’ এই সুইসাইড নোট লিখে গত ১৭ ফেব্রুয়ারি শাহারিয়ার জান্নাত ছোঁয়া আত্মহত্যা করেন। 

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা   মানববন্ধন   সুন্দরগঞ্জ   গাইবান্ধা  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close