প্রকাশ: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:২৭ এএম (ভিজিট : ৬৬৪)
টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রীকে চেয়ারের সঙ্গে বেঁধে রেখে স্বামী আত্মহত্যা করেছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯ টার দিকে ঘাটাইল পৌর শহরের খরাবর মহল্লার আলীম মিয়ার বাসায় ঘটনাটি ঘটে।
পাশের রুমের ভাড়াটিয়া মোহনা জানান, আহাদ আলী (৩৫) নামের এক যুবক আরএফএল কোম্পানির এসআর হিসেবে চাকরি করেন বলে শুনেছি। তিনি এ মাসের প্রথম দিকে এ ফ্ল্যাটের পাশের রুম ভাড়া নেন।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে রুমের ভেতর থেকেআহাদের স্ত্রী মিলির চিৎকার শুনা যায়। পরে মহল্লার লোকজন শাবল দিয়ে দড়জার ছিটকিরি ভেঙ্গে রুমে ঢুকে আহাদকে ঝুলন্ত অবস্থায় দেখে। আর তার পাশেই চেয়ারের সঙ্গে বাধা অবস্থায় স্ত্রী মিলিকে দেখা যায়। পরে তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কী কারণে আহাদ আত্মহত্যা করেছেন তার সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। তবে বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর সঙ্গে ঝগড়া ঝাটি হয়েছে বলে জানা যায়। নিহত আহাদ আলী নাটোরের ঝোগাদা ঈশ্বরদী গ্রামের ইফনুস মিয়ার ছেলে।
ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
সময়ের আলো/আরএস/