ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

মুক্তমঞ্চ দখল উচ্ছেদে ৭ দিনের সময় দিয়ে নোটিশ জারি
প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৪৭ পিএম  (ভিজিট : ৪২০)
কুড়িগ্রামের চৌমহনী বাজারে সরকারি স্থাপনা দখল করে টং ঘর তুলেছেন শফিকুল নামে এক লন্ড্রি ব্যবসায়ী । ছবি: সময়ের আলো

কুড়িগ্রামের চৌমহনী বাজারে সরকারি স্থাপনা দখল করে টং ঘর তুলেছেন শফিকুল নামে এক লন্ড্রি ব্যবসায়ী । ছবি: সময়ের আলো

কুড়িগ্রামের উলিপুরে ধামশ্রেনী ইউনিয়নের চৌমহনী বাজারে সরকারি জায়গায় অবৈধ অবকাঠামো সরিয়ে নিতে দখলদার শফিকুল ইসলামকে ৭ দিনের সময় বেঁধে নোটিশ দিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। 

গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহমুদুর রহমানের স্বাক্ষরিত নোটিশে জানা যায়, কাশিয়াগাড়ী মৌজার চৌমহনী বাজারে সরকারী জমিতে অবৈধভাবে দখলের মাধ্যমে দোকান ঘর করে জনদুর্ভোগ সৃষ্টি করিয়াছেন শফিকুল ইসলাম। সরকারি জায়গা দখল মুক্ত করতে আগামী সাত দিনের মধ্যে অবৈধ অবকাঠামো সরিয়ে নেয়ার জন্য নোটিশ দেন তাকে। অন্যথায় সরকার এবং স্থানীয় ভূমি ও ভবন (দখল উদ্ধার) অধ্যাদেশ, ১৯৭০ বিধান মতে উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজার সৃষ্টি লগ্ন হতে বাজার প্রতিষ্ঠাতা গন এবং ২০০৮ সালে সরকারি প্রকল্পের অর্থায়নে বাজারের চৌমোড় সংলগ্নে পথচারী, বাজারে আসা মানুষের বসার জন্য এবং বিভিন্ন জাতীয় দিবসের আলোচনাসহ সালিশ বৈঠক করার জন্য সাবেক মন্ত্রী এ কে এম মাঈদুল ইসলাম ইট দিয়ে বাঁধাই করে দেন মুক্তমঞ্চটি। অবৈধ দখলদার শফিকুল ইসলাম রাতের আঁধারে সরকারি জায়গায় সরকারি স্থাপনার উপর একটি দোকান ঘর তোলেন। এতে বিভিন্ন জাতীয় দিবসের আলোচনা সভা, সালিশ বৈঠক এবং পথচারী মানুষের বসার জায়গা না থাকায় স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। 

এ বিষয়ে উলিপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কাজী মাহমুদুর রহমান বলেন, নিদিষ্ট সময়ের মধ্যে অপসারণ করা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মুক্তমঞ্চ দখল   উচ্ছেদ অভিযান   উলিপুর   কুড়িগ্রাম  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close