ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

ত্রিশাল পৌরসভা উপ-নির্বাচন
মেয়র পদে লড়াই হবে এমপি বধূর সাথে বিএনপি নেতার
প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৩৪ পিএম  (ভিজিট : ১২০৮)
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার উপ-নির্বাচনের মেয়র পদে ভোট গ্রহণ আগামী ৯ মার্চ। সাধারণ ভোটাররা বলছেন, লড়াই হবে বর্তমান এমপি বধূ শামীমা আক্তারের সাথে বিএনপি নেতা আমিনুল ইসলাম আমিনের।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশিদুল ইসলাম হল রুমে মেয়র পদে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ। 

প্রতীক পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জমে উঠেছে প্রচার-প্রচারণা। মেয়র পদে মনোনয়ন বৈধ ঘোষণা হয় চার জনের। গত বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মেয়র প্রার্থী তারিকুল ইসলাম তারেক প্রার্থিতা প্রত্যাহার করেন। এতে প্রতিদ্বন্দ্বী করবেন তিন প্রার্থী। বর্তমান সংসদ সদস্য এবিএম আনিছুজ্জামানের সহধর্মিণী শামীমা আক্তার পেয়েছেন জগ প্রতীক, সাবেক পৌরসভা চেয়ারম্যান মরহুম আব্দুর রশিদের পুত্র বিএনপি নেতা আমিনুল ইসলাম আমিন নারিকেল গাছ প্রতীক ও সাবেক প্যানেল মেয়র নুরুল হুদা শিবলু পেয়েছেন মোবাইল ফোন প্রতীক।

সাধারণ ভোটাররা জানান, সাবেক তিন বারের মেয়র এবিএম আনিছুজ্জামান মেয়র পদ থেকে পদত্যাগ করে বর্তমান এমপি নির্বাচিত হয়েছেন। পৌর মেয়রের ক্ষমতা রয়েছে এখনো দুই বছর। আমরা চাই যে প্রার্থী আমাদের পৌরসভার জনগণকে রাস্তা-ঘাট, ড্রেন, সড়কে লাইট, ডাস্টবিনের ব্যবস্থা করবে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবো। তবে এ নির্বাচনে এমপি বধূর সাথে লড়াই হবে বিএনপি নেতা আমিনুল ইসলামের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, ত্রিশাল পৌরসভা উপ-নির্বাচনে মেয়র পদে তিন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তারা নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালাবেন। আগামী ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  ত্রিশাল পৌরসভা নির্বাচন   ময়মনসিংহ  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close