ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

আদনীন কুয়াশার নতুন উপন্যাস ‘বোহেমিয়ান’
প্রকাশ: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:৩০ পিএম  (ভিজিট : ৪৫৪)
অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে গল্পকার ও ঔপন্যাসিক আদনীন কুয়াশার নতুন উপন্যাস ‘বোহেমিয়ান’। বইমেলার জ্ঞানকোষ প্রকাশনীর ১২ নাম্বার প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বইটি। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী মো. সাদিত উজ জামান। মলাট মূল্য ৩৪০ টাকা।

আদনীন কুয়াশা ছোটবেলা থেকেই শিল্প-সাহিত্যের সঙ্গে জড়িত। ১৯৯৮ সালে নতুন কুঁড়ির ৪টি বিষয়ে বিজয়ী হয়ে প্রেসিডেন্ট গোল্ডকাপ অর্জন করেছিলেন। তার জন্ম ঢাকায়। তবে বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় ঘুরে বেড়ালেও শৈশবের বিশাল সময় কেটেছে চট্টগ্রামে।

এ পর্যন্ত লেখকের প্রকাশিত বইগুলোর মধ্যে ‘অষ্ট অম্বর’, ‘এখানে যুক্তিরা মৃত’, ‘মেঘ বলেছে যাব যাব’, ‘যুক্তিরা উড়ে গেছে’ ও ‘ক্লান্ত কপোত’ ছোটগল্প সংকলন। ‘ভ্রম-বিভ্রম’, ‘এ তুমি কেমন তুমি’, ‘ওরা মনের গোপন চেনে না’ ও ‘বোহেমিয়ান’ সামাজিক উপন্যাস। ‘রাণী মৌমাছির দল’, ‘হৃদ মাঝারে রাখিব’, ‘মুক্তমঞ্চ সংকলন আমাদের গল্প’ তার সম্পাদিত বই।

লেখালেখির স্বীকৃতি হিসেবে ‘মেঘ বলেছে যাব যাব’ বইটির জন্য সাহিত্য দিগন্ত লেখক পুরষ্কার এবং ‘ওরা মনের গোপন চেনে না’ বইটির জন্য সোনার বাংলা সাহিত্য পরিষদ থেকে পেয়েছেন গ্রন্থ স্মারক-২০২৪।

সময়ের আলো/এম





https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close