ই-পেপার সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪

মোটরসাইকেল গ্যারেজ থেকে মিস্ত্রির লাশ উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪৪ পিএম  (ভিজিট : ৩৮০)
টাঙ্গাইলের ঘাটাইলে নাহিদ হাসান (২৩) নামে এক গ্যারেজ মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বীর ঘাটাইল এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত নাহিদ দেউলাবাড়ি ইউনিয়নের পোয়া কোলাহা পশ্চিম পাড়া গ্রামের মাছ ব্যবসায়ী ধলা মিয়ার ছেলে। তিনি মেসার্স মনির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে একটি গ্যারেজের মিস্ত্রি ছিলেন।

স্থানীয় সাজ্জাদ হোসেন আকন নামের এক শ্রমিক জানান, সকাল ১১টার দিকে আমি পাশে হেলালের গ্যারেজে ভেকুর (এক্সভেটর) কাজ করছিলাম। একটি নাট বল্টুর দরকার হওয়ায় মনিরের ওয়ার্কশপের ঘরে যাই। ওই ওয়ার্কশপের একটি শাটার একটু উঠানো ছিল। পরে আমি নাহিদকে ডাক দেই। এতে কোন সাড়া না পেয়ে বিছানায় শোয়া অবস্থায় দেখে তার শরীরে হাত দিলে শক্ত অবস্থা দেখতে পাই। পরে বিষয়টি ওয়ার্কশপ শ্রমিকের সভাপতি হেলাল মিয়াকে জানানো হয়। তিনি থানা পুলিশকে খবর দেয়।

গ্যারেজ মালিক মনির হোসেন ব্যবসার কাজে চট্টগ্রাম অবস্থান করছেন। তার বড় ভাই মনসুর আলী বলেন, নাহিদ তিনমাস ধরে এই গ্যারেজে কাজ করছেন। ঘটনাস্থলে দেখা যায় মোটরসাইকেলের লুকিং গ্লাস ও নম্বর প্লেট পড়ে আছে। স্থানীয়দের ধারণা রাতের কোনো এক সময় চোর মোটরসাইকেল চুরি করে নেয়ার সময় নাহিদ দেখে ফেলায় তাকে হত্যা করা হতে পারে।

ঘাটাইল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, ঘটনাটি আসলে কি ময়না তদন্ত রিপোর্ট ছাড়া কিছুই বলা যাবেনা। সুরতহালে লাশের গায়ে কোন চিহ্ন দেখা যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে। তবে ওই ওয়ার্কশপের শাটার খোলা থাকায় ঘটনাটি নিয়ে রহস্যের জন্ম দিয়েছে।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  গ্যারেজ থেকে লাশ উদ্ধার   ঘাটাইল   টাঙ্গাইল  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close