ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

হবিগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
প্রকাশ: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৪৪ এএম  (ভিজিট : ৫০৮)
হবিগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটে) হবিগঞ্জ জেলা প্রশাসকের নিমতলা প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনার মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।

এসময় ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এড. মোঃ আবু জাহির, জেলা প্রশাসক মোছা: জিলুফা সুলতানা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, পুলিশ সুপার আক্তার হোসেন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুরুল হকসহ সরকারী বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনে সঠিক নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

এছাড়া সকাল ১০টায় শিল্পকলা একাডেমীতে চিত্রাঙ্কন, ছড়া পাঠ ও কবিতা পাঠ প্রতিযোগিতা, বেলা ১১টায় সরকারী গণগ্রন্থাগারে রচনা প্রতিযোগিতা, সন্ধ্যা ৬টায় নিমতলায় আলোচনা সভা এবং সাড়ে ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close