ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

উলিপুরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে মেলা পন্ড
প্রকাশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ২:৫৬ পিএম  (ভিজিট : ৭০৬)
কুড়িগ্রামের উলিপুরে হস্ত কুটির শিল্প ও পণ্য মেলা পন্ড করে দিলেন উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান।

জানা গেছে, জেলার উলিপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা পরিষদ এর আয়োজনে গত ১৯ জানুয়ারি  কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। হস্ত কুটির শিল্প ও পণ্য মেলাটি জেলা প্রশাসন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলার অনুমতি দেন। এরপর থেকে জে,বি ট্রেড ইন্টারন্যাশনাল এর সার্বিক ব্যবস্থাপনায় অনুমতি ছাড়া পণ্য মেলাটি পরিচালনা করতে থাকে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান অনুমতি বিহীন অবৈধ এই মেলাটি পন্ড করে দেয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান জানান, প্রশাসনিক ভাবে হস্ত কুটির শিল্প ও পণ্য মেলার নির্ধারিত সময় বেঁধে অনুমতি দেওয়া হয়েছিল। নির্ধারিত সময় শেষ হওয়ায় অনুমতিবিহীন মেলা চলার কারণে এ মেলা পন্ড করে দেওয়া হল।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close