ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

রাঙামাটিতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার
প্রকাশ: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ২:১৬ পিএম  (ভিজিট : ৩৩৬)
রাঙামাটি শহরের শহীদ আব্দুল আলী একাডেমী একালা থেকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকালে ৩৫০ পিচ ইয়াবাসহ ২ জন পাচারকারী আটক করেছে। তারা হলেন, মোঃ আরিফুল হাসান (২৩) ও মোঃ বেলাল হোসেন (৩২)।

পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী'র তত্ত্বাবধানে এসআই ইরফান উদ্দিন রাজিব'র নেতৃত্বে এএসআই ফিরোজ আলম, এএসআই হুমায়ুন কবির, এএসআই সালাউদ্দিন ও এএসআই অর্পন সেনের সমন্বয়ে পুলিশের বিশেষ টীম একাধিক ভাগে বিভক্ত হয়ে শহরের শহীদ আব্দুল আলী একাডেমী এলাকায় মঙ্গলবার ভোর থেকে ওঁৎ পেতে থাকে। সকাল আনুমানিক সাড়ে ৭টার সময় ইয়াবা পাচারকারীদের আস্তানা পুলিশ ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালাতে চেষ্টা করলে, পুলিশ তাদেরকে আটক করে।

এসময় পুলিশ শহীদ আবদুল আলী একাডেমী পূর্বপার্শ্বে মহরম সওদাগরের বাসার পিছনে কাপ্তাই লেকের পাড়স্থ  মোঃ বেলাল হোসেন'র কাছ থেকে   ৩২২ পিস ইয়াবা ট্যাবলেট ও মোঃ আরিফুল হাসান'র কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। ইয়াবাসহ আটক ২জন মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ'র মাদক বিরোধী জিরো টলারেন্স'র অংশ হিসেবে পুলিশের চৌকস এ আভিযানিক টীম তখন অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারী পরোয়ানা তামিলের লক্ষে বিশেষ অভিযানে নিয়োজিত ছিলো জানিয়ে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে।

অভিযান বিষয়ে রাঙামাটি সদর সার্কেল'র অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহেদুল ইসলাম বলেন, মাদকের ভয়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষায় আমরা মাঠে আছি। মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close