ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

উপজেলা নির্বাচনে দলীয় সমর্থন চান সীতাকুণ্ডের প্রার্থীরা
প্রকাশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৫০ পিএম আপডেট: ১৯.০২.২০২৪ ৭:৪৫ পিএম  (ভিজিট : ৫৭২)
আর কদিন পর উপজেলা নির্বাচন। এই নির্বাচনে যদিও দলীয় কোন প্রার্থী নেই তারপরও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা দলের সমর্থন চান। তাছাড়া স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দ্বারে দ্বারে ধর্না দিচ্ছেন তারা।

একদিকে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দৌড়ঝাঁপ বেড়েছে সীতাকুণ্ড উপজেলার আগ্রহী প্রার্থীদের। অন্যদিকে যত দিন গড়াচ্ছে ততই নতুন নতুন নাম যোগ হচ্ছে প্রার্থী তালিকায়। যদিও আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থীদের তৎপরতা এখনো দেখা যায়নি সীতাকুণ্ডে।

সীতাকুণ্ডে বিগত দুই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আল মামুন। সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে তিনি পদত্যাগ করে সংসদ সদস্য নির্বাচন করায় বর্তমানে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি।

উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষণা আসার পর থেকে সম্ভাব্য প্রার্থীদের শুরু হয়েছে দৌড়ঝাঁপ। সম্ভাব্য প্রার্থীর মধ্যে যারা আছেন তারা হলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুব মহিলা লীগ নেত্রী জয়নব বিবি জলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন ছাবেরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য উপজেলা আ. লীগের সহ-সভাপতি আ ম ম দিলশাদ, উপজেলা আ. লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মঞ্জু, উপজেলা আ. লীগের সদস্য ইউপি চেয়ারম্যান মো. সালাউদ্দিন আজিজ, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. ছাদাকাত উল্লাহ মিয়াজি, উত্তর জেলা আ. লীগ নেতা মো. ইদ্রিস ও উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বেশিরভাগ প্রার্থীই জানিয়েছেন দলীয় সমর্থন পেলে নির্বাচন করবেন। উপজেলা নির্বাচনে দলীয়ভাবে প্রার্থিতা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ-এমন প্রশ্নের জবাবে সম্ভাব্য প্রার্থীরা বলেন, দলীয়ভাবে প্রতীক না দিলেও কোনো প্রার্থীকে সমর্থন দিতে পারে। সেই আভাস পেলেই নির্বাচনে লড়বেন অধিকাংশ প্রার্থী। দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে নিজেদের প্রার্থিতার কথা জানান দিচ্ছেন সবাই। তাছাড়া চায়ের আড্ডায় কিংবা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্ভাব্য প্রার্থীরা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার কথা জানান দিচ্ছেন বিভিন্ন ভাবে।

উপজেলা চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দিন সাবেরী বলেন, আমি ছাত্র রাজনীতি থেকে দলের জন্য কাজ করেছি। গত দশ বছর এলাকায় উন্নয়ন কাজে সম্পৃক্ত ছিলাম। এলাকার জনগণের সাথে আমার যোগাযোগ ছিল। তাই দলের কাছে এবার চেয়ারম্যান পদে সমর্থন চাইব।

অন্য প্রার্থী বর্তমান জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ বলেন, উপজেলার ৯০টি ওয়ার্ড ও পৌর মেয়র এবং ইউপি চেয়ারম্যানদের ভোটে দুইবার চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছি। এরপর গত ছয় বছর সীতাকুণ্ডের মসজিদ, মাদ্রাসা, মন্দির, বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রেখেছি।

এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সীতাকুণ্ড আসনে নৌকা প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ছিলাম। এলাকায় সর্বস্তরের ভোটারদের কাছে আমার জনপ্রিয়তা রয়েছে। তাই দলের কাছে মনোনয়ন চাই। উপজেলা চেয়ারম্যান পদে আগ্রহী উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ ইদ্রিস বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। মূল দল থেকে কোনোদিন বিচ্যুত হননি। তাই দল থেকে মনোনয়ন চাই।

বর্তমান উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জয়নব বিবি জলি বলেন, আমি ১০ বছর একটানা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করেছি। উপজেলা চেয়ারম্যান পদ থেকে এস এম আল মামুন পদত্যাগ করলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে দায়িত্ব পালন করছি। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি হয়ে ১৫ বছর এলাকার উন্নয়নে কাজ করেছি। আওয়ামী লীগের দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারে আমি আশাবাদী।

বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশ মাতৃকাকে স্বাধীন করার জন্য যুদ্ধে অংশ নিয়েছিলাম। বঙ্গবন্ধুর আদর্শে দীর্ঘদিন ধরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি আদায়ের কাজ করেছি। আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হিসেবে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন চাইব।

বাড়বকুণ্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লা মিয়াজী বলেন, ১০ বছর আমি এলাকার উন্নয়নে কাজ করেছি। দলের সাংগঠনিক কাজে সবসময় ছিলাম। চেয়ারম্যান পদে মনোনয়ন চাইব, তবে দলের সিদ্ধান্ত চূড়ান্ত এবং শিরোধার্য। বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান বলেন, আমি এলাকার পরপর তিনবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান। দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে বিভিন্ন সময়ে আন্দোলন–সংগ্রামে দলের পাশে ছিলাম। আমিও দলের সমর্থন চাইব।

ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী ও সালাউদ্দিন আজিজ বলেন, আমরা দুইবার ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। আমরা দলের কাছে মনোনয়ন চাইব।

উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত। সীতাকুণ্ড ছাত্রলীগ ও যুবলীগের সাধারণ সম্পাদক ছিলাম, সর্বশেষ উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হয়ে দায়িত্ব পালন করছি। এখন এলাকার জনগণের জন্য কাজ করতে চাই।

উপজেলা নির্বাচন প্রসঙ্গে সংসদ সদস্য এস এম আল মামুন বলেন, বড় রাজনৈতিক দল থেকে একাধিক নেতা দলের সমর্থন পেতে আগ্রহ দেখাবেন–এটাই স্বাভাবিক। উপজেলা পরিষদ নির্বাচনে এবার নৌকা প্রতীক এবং দলীয় মনোনয়ন থাকবে না। তাই দলের যে কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তবে উপজেলা নির্বাচনে প্রার্থিতার ব্যাপারে কেন্দ্র থেকে এখনও কোনো দিকনির্দেশনা আসেনি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দলীয় প্রার্থী নির্ধারণ করা হবে।

অন্যদিকে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বিএনপি। উপজেলা বা স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই। তাই দলীয়ভাবে কোন প্রার্থী থাকবে না বলে জানান তিনি।


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close