ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

বুড়িমারী স্থলবন্দরে শাড়ি কাপড় সহ ট্রাক আটক
প্রকাশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৩৮ এএম  (ভিজিট : ৫৪০)
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত বুড়িমারী স্থল শুল্ক স্টেশন দিয়ে অবৈধভাবে আনা ভারতীয় শাড়ি কাপড়সহ ভুটানি পাথরবাহী ভারতীয় ট্রাকটি জব্দ করেছে বডারগার্ড বাংলাদেশে (বিজিবি)।

রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৫ টা ২০ মিনিটে বুড়িমারী ইউনিয়নের কলাবাগান নামক এলাকা হতে জব্দ করার সত্যতা নিশ্চিত করে রাত সোয়া ৮ টায় বডারগার্ড বাংলাদেশের তিস্তা-২ ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম জানান, ‘বিজিবি কর্তৃক আটক ট্রাকটি হতে অবৈধপন্থায় আনা  উন্নতমানের ৩৯২ টি শাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত শাড়ীর মূল্য চব্বিশ লাখ ৮৪ হাজার টাকা। পাথর ও ট্রাকসহ জব্দকৃত (সিজার) মূল্য আশি লাখ ৭৭ হাজার টাকা। এ ঘটনায় মামলা দায়ের-এর প্রক্রিয়া চলমান রয়েছে।’    

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ ফেব্রুয়ারি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রংপুর শাখার এলসি নম্বর ০৯১৭২৪০১০৬১১ অনুযায়ী রংপুরের মেসার্স তানজিনা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী হেদায়েতুল ইসলাম ভুটানের মেসার্স জননী ট্রেডার্সের প্রতিনিধি সনদ মজুমদারকে পাথর আমদানির এলসি দেন। ভারতের চ্যাংরাবান্ধার সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সওদাগর এক্সর্পোর্টার ও বাংলাদেশের বুড়িমারীর মেসার্স জামান অ্যান্ড ব্রাদার্সের মাধ্যমে গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে ৩৬৭১ নম্বর বিল অব এন্ট্রির মোতাবেক ডব্লিউবি ২৫বি ৩৫৭০ এবং ডব্লিউবি ৫৯সি ৭৮১৬ নম্বরের দুই ট্রাকে ৮৯ হাজার ৩৪০ কেজি ভুটানি বোল্ডার পাথর নিয়ে বুড়িমারী স্থলবন্দরে প্রবেশ করে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) কাস্টমস ও স্থলবন্দরের যাবতীয় কার্যক্রম এবং শুল্কায়ন শেষে বিকেলে গেটপাস নিয়ে গাড়ি দুইটি বের করা হয়। একইদিন দিবাগত রাতে বুড়িমারী বিজিবি কোম্পানীর কমান্ডারের নেতৃত্বে একটি টহল দল টহল দেওয়ার সময় বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকায় ডব্লিউবি ২৫বি ৩৫৭০ পাথরবাহী ট্রাকটি দেখতে পায়। এ সময় ট্রাকটি জব্দ করে ভোর ৫টা ২০ মিনিটে ক্যাম্পে নিয়ে যায় বিজিবি। ১৮ ফেব্রুয়ারি রোববার দুপুরে পুরো ট্রাক থেকে পাথর সরিয়ে ভেতর থেকে ১২ বেল ভারতীয় কাপড় উদ্ধার করে বিজিবি। এসব কাপড় বিকেলে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে পাঠায় বিজিবি। স্থানীয় অনেকের মতে এসব কাপড়ের মূল্য কয়েক লক্ষাধিক টাকা।       

আমদানি কারক প্রতিষ্ঠান মেসার্স তানজিনা এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী হেদায়েতুল ইসলাম বলেন, ‘আমার এলসির পাথরবাহী দুইটি গাড়ী বুড়িমারী স্থলবন্দরে প্রবেশের পর স্থানীয় দালালের মাধ্যমে শনিবার বিকেলেই পাথর গুলো বিক্রি করে দিয়েছি। আমাকে কেউ ফাঁসাতে এমনভাবে পাথরের ভেতরে ভারতীয় কাপড় আনতে পারে।’

মেসার্স জামান অ্যান্ড ব্রাদার্স সিএন্ডএফ এজেন্টের সাইনিং অংশীদার মানিকুর রহমান মানিক বলেন, ‘সংশ্লিষ্ট কাস্টমস ও স্থলবন্দরসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা প্রয়োজনীয় তথ্য নিয়ে গাড়ি বেড় করতে অনুমতি দেয়। বিজিবি ক্যাম্পের টহল দল কিভাবে ওই গাড়ীর ভেতর ভারতীয় কাপড় উদ্ধার করেছে। এই নিয়ে আমি কিছুই জানি না। এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকতে পারে। আমি নির্দোষ।’

বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ছায়েদুজ্জামান সায়েদ বলেন, ‘একটি চক্র পাথর আমদানির নামে ভারত থেকে কাপড়, সুগন্ধি ক্যামিক্যাল, কসমেটিক্সসহ বিভিন্ন ধরনের পণ্য নিয়ে আসছে। এতে এ স্থলবন্দরের প্রকৃত ব্যবসায়ীদের সুনাম ক্ষুন্ন হচ্ছে।’


সময়ের আলো/এএ/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close