ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

সিংড়ায় খাল দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে ইউএনও, গ্রেফতার ৪
প্রকাশ: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৪৬ পিএম  (ভিজিট : ৩২০)
নাটোরের সিংড়ায় বিএডিসির ৭ কিলোমিটার খাল দখলমুক্ত করতে গিয়ে উপজেলা নির্বাহী ও মৎস্য কর্মকর্তা বাধার মুখে পড়েছেন। বাধা দেয়ায় ৪ জনকে গ্রেফতার করে পরে খাল দখল মুক্ত করে ভ্রাম্যমান আদালত।

এসময় খাল দখলের অপরাধে ডাহিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আন্ডু, ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহীন বেগসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার অন্যরা হলেন- রহিদুল ইসলাম ও খান মাহমুদ সরদার।

জানা যায়, শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী অভিযানে ডাহিয়া ডুবন্ত ব্রিজ থেকে সোনাপাতিল পর্যন্ত খালের ৭ কিলোমিটার এলাকা দখলমুক্ত করা হয়েছে।

এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা খাতুন। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন ও সিংড়া থানা পুলিশ।

সিংড়া থানার ওসি আবুল কালাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি খাল দখল ও শুকিয়ে মাছ শিকার এবং সরকারি কাজে বাঁধা প্রদানে এখন পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সময়ের আলো/জিকে




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close