ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

গাংনীতে সিসি ক্যামেরায় এসএসসি পরীক্ষা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:১৬ পিএম  (ভিজিট : ৫৩৬)
মেহেরপুরের গাংনীতে শতভাগ সিসিটিভি ক্যামেরার নজরদারিতে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা। এ উপজেলায় চারটি উপকেন্দ্রসহ মোট ১৩টি পরীক্ষা কেন্দ্রের সকল কক্ষে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এই উপজেলায় ১৩টি কেন্দ্রে মোট ৪৩ হাজার ৬ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে রয়েছে সিসিটিভি ক্যামেরা। যা নিয়ন্ত্রণ করা হচ্ছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে। 

কেন্দ্রের পরীক্ষা পরিদর্শক, পর্যবেক্ষক ও ভ্রাম্যমাণ আদালতের টিম ছাড়াও সিসিটিভি ক্যামেরা ফুটেজের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। 

এসএসসি পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্যই উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানায় মাধ্যমিক শিক্ষা অফিস।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  সিসি ক্যামেরায় নজরদারি   এসএসসি পরীক্ষা   মেহেরপুর   গাংনী  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close