ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

মাঘের শেষে রংপুরে শীতের দাপট
প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:১৫ পিএম  (ভিজিট : ৬১০)
বাংলায় একটি প্রবাদ আছে, ‘মাঘের শীতে নাকি বাঘও কাঁদে।’ মাঘের শেষে শীতের দাপটে বাঘ না কাঁদলেও কাঁদছে সিংহ আর ঘোড়া। ২ সিংহের খাঁচায় দেয়া হয়েছে রুম হিটার আর ঘোড়ার গায়ে জড়ানো হয়েছে কম্বল। রংপুর মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। ২৬ মাঘ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) প্রচণ্ড শীতের সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে পুরো অঞ্চল। সেই সঙ্গে হিমেল বাতাস শীতের তীব্রতাকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায়। ৮ ডিগ্রি সেলসিয়াস নিয়ে মৌসুমের শেষের দিকে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে অঞ্চলটিতে। এ ছাড়া দিনাজপুরে ৮ দশমিক ৮ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে ৯ ডিগ্রি, নীলফামারীর সৈয়দপুরে ১০ ডিগ্রি, নীলফামারীর ডিমলায় ১০ দশমিক ৪ ডিগ্রি এবং রংপুরে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, রংপুর বিভাগে তাপমাত্রা আরও কমতে পারে। বিশেষ করে দিনাজপুর ও তেঁতুলিয়ায় এমন অবস্থা আরও সপ্তাহ খানেক চলতে পারে। তারপর তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।

এদিকে একজন আবহাওয়া কর্মকর্তা জানিয়েছেন, কুয়াশার ঘনত্ব রাত বাড়ার সঙ্গে বাড়তে থাকে। যা ভোর ৬টা পর্যন্ত অব্যাহত থাকছে। ফলে যানবাহনগুলোকে সাবধানে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহে সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমিক, দিনমজুর ও ছিন্নমূল মানুষেরা। প্রচণ্ড শীতের কারণে কর্মহীন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিন কাটছে তাদের। অপরদিকে শীত জনিত রোগ কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া আর শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছে শিশুরা। এ রোগে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ইউনুছ আলী বলেন, শয্যা সংকট হওয়ায় নেয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। শিশু ওয়ার্ড ও মেডিসিন ওয়ার্ডের মেঝেতে কিছু রোগী চিকিৎসা নিয়েছে তবে চিকিৎসকরা সকলের চিকিৎসা যথাযথ ভাবে দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রয়েছে। বিভিন্ন ওয়ার্ডের বাইরে আউটডোরেও প্রতিদিন শত শত শিশু এবং সকল ধরনের রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম যথারীতি চলছে।

রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানার ঠিকাদার মো. হযরত আলী বলেন, আমাদের ডেপুটি কিউরেটর ডা. মো. আম্বর আলী তালুকদার শীতের দাপট থেকে রক্ষা করতে পশু-পাখিদের জন্য নিয়েছে বাড়তি ব্যবস্থা। শীত নিবারণে সিংহের খাঁচায় রুম হিটার দিয়ে পরিবেশ গরম রাখার চেষ্টা করা হচ্ছে। আর ঘোড়ার গায়ে দেয়া হয়েছে কম্বল। এবং ঘরগুলোতে শুকনো খড় বিছিয়ে দেয়া হয়েছে। অন্যান্য প্রাণীগুলো ভালো রয়েছে। আর শীতে তাদের শরীরে যেন রোগ-প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে সেজন্য আমরা বিভিন্ন ধরনের ভিটামিন, ক্যালসিয়াম ও জিংক এগুলো সরবরাহ করে করছি।

সময়ের আলো/আরআই


আরও সংবাদ   বিষয়:  মাঘের শীত   শীতের দাপট   সর্বনিম্ন তাপমাত্রা   রংপুর   




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close