ই-পেপার সোমবার ৭ অক্টোবর ২০২৪
সোমবার ৭ অক্টোবর ২০২৪

আওয়ামী লীগে একঝাঁক মনোনয়নপ্রত্যাশী
প্রকাশ: শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪, ২:১৩ এএম  (ভিজিট : ৭৮৬)
উপজেলা পরিষদ নির্বাচনের দলের মনোনয়ন বাগিয়ে নিতে নিজেদের জাহির করতে সরব হয়ে উঠেছেন স্থানীয় আওয়ামী লীগের অর্ধডজন নেতা। এ ছাড়াও অন্য দলীয়-নির্দলীয় ব্যক্তিরাও নির্বাচনে অংশগ্রহণের জন্য নিজেদের জানান দিচ্ছেন নানাভাবে। তবে নীরব রয়েছেন বিএনপি নেতারা। 

সাদুল্লাপুর উপজেলা পরিষদে এ পর্যন্ত যারা চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তাদের মধ্যে রয়েছেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহীদুল্যা হেল কবির ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. ফজলুল হক রানা, সাবেক উপজেলা চেয়ারম্যান এমএ ওয়াহেদ মিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম খাদেমুল ইসলাম খুদি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর আজম মণ্ডল নিরব, আওয়ামী লীগের সমর্থক ও জামালপুর ইউপির সাবেক চেয়ারম্যান রেজাউল করিম রেজা, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্কুলশিক্ষক আজিজার রহমান। ইতিমধ্যে তারা নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতিও নিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মনোনয়নপ্রত্যাশী এ নেতাদের প্রচার কার্যক্রম দেখা গেছে। তবে স্থানীয় বিএনপি নেতা বা বিএনপি সমর্থিত কোনো সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যায়নি। 

আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশীরা বলেন, এবার যেহেতু দলীয় প্রতীক তুলে দেওয়া হয়েছে তাই নির্বাচন করার জন্য চেয়ারম্যান প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করছেন। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচন করবে না। সাধারণ ভোটাররা ভোটকেন্দ্র গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া নিশ্চিত করলে ভোট উৎসবে পরিণত হবে।

বিশেষ সূত্রে জানা গেছে, এবার দলীয় প্রতীক না থাকায় সাদুল্লাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনয়ন বাগিয়ে নিতে একাধিক স্থানীয় নেতা সরব হয়ে উঠেছেন। তারা ইতিমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় পোস্টার টাঙিয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন। আবার এ মনোনয়নপ্রত্যাশীদের সমর্থকরাও বসে নেই। তারা নিজ নিজ পছন্দের মনোনয়নপ্রত্যাশীদের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে জনমত গড়ে তোলার চেষ্টা করছেন। ফেসবুকসহ নানা সোশ্যাল মিডিয়ায় বিরতিহীনভাবে পছন্দের নেতাকে দলীয় মনোনয়ন জুটিয়ে দিতে অক্লান্তভাবে প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন অনুসারীরা। 

অন্যদিকে সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল বলেন, এখন পর্যন্ত কেন্দ্র থেকে উপজেলা নির্বাচন নিয়ে কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা এলে বলা যাবে বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা। 

উল্লেখ্য, ১১টি ইউনিয়ন নিয়ে সাদুল্লাপুর উপজেলা গঠিত। নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৫ হাজার ৭১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৫ হাজার ৭০৬ ও নারী ১ লাখ ২৯ হাজার ৩৫৯ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন। 

সময়ের আলো/আরএস/




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close